প্রথম ম্যাচে ফলোফন নিয়ে না হয় মুশফিকদের একটা ব্যাখ্যা থাকতেই পারে- অ্যাকসিডেন্ট! তারপর ব্যাটিং স্বর্গে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় বড় ইনিংস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বিপত্তি। কিন্তু এ ম্যাচেও তো সেই ফলোঅন পিছু ছাড়ল না। বোলারদের দোষ দেওয়ারও তো উপায় নেই। ক্যারিবীয়দের ৩৮০ রানে আটকে দেওয়ার পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ কি না ১৬১ রানেই অলআউট।
লজ্জা! লজ্জা!! লজ্জা!!! এ তো চরম লজ্জাই। একটা টেস্ট দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাই ছুঁতে পারলেন না। হাফ সেঞ্চুরিও মাত্র একটি, মাহমুদুল্লাহর। প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এ টেস্টেও রক্ষা করলেন ধারাবাহিকতা। এ ছাড়া ৪৮ রান তামিম ইকবালের। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেয়েছেন কেবল তাইজুল ইসলাম ১২ এবং শফিউল ১০। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ইনিংসে কোনো অর্ধশত জুটিই নেই। সর্বোচ্চ ৪৫ রানের জুটিটি অষ্টম উইকেটে, মাহমুদুল্লাহ ও শফিউলের মধ্যে। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানরা যাওয়ার মিশনে নামেন, শেষ পর্যন্ত তাদের গতি অব্যাহতই ছিল। কেবল ব্যতিক্রম এক মাহমুদুল্লাহ। এক প্রান্ত আগলে রেখে তিনি ১০০ বল খেলে করেছেন ৫৩ রান। উইন্ডিজ পেসার কেমার রোচের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন জেরোমি টেলর ও সুলেমান বেন। কাল বিকালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে ফুটবলে আফগানিস্তানকে হারিয়ে ২৮ বছর পর জিতে ক্রীড়ামোদীরা যে উচ্ছ্বসিত ছিলেন, মুশফিকদের ব্যর্থতায় তা রাতেই বেদনায় পরিণত হয়। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু পারলেন না। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবারও লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ১৪৩ রানের উদ্বোধনী জুটির পরও ওয়েস্ট ইন্ডিজকে ৩৮০ রানে অলআউট করে দাপটই দেখিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যর্থতায় ফলোঅনে পড়তে হয়েছে বাংলাদেশকে। তবে সেন্ট লুসিয়ার উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন ভেবেই কি না মুশফিকদের ফলোঅন করায়নি ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
শিরোনাম
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
ফের ব্যাটিং ব্যর্থতা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর