প্রথম ম্যাচে ফলোফন নিয়ে না হয় মুশফিকদের একটা ব্যাখ্যা থাকতেই পারে- অ্যাকসিডেন্ট! তারপর ব্যাটিং স্বর্গে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় বড় ইনিংস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বিপত্তি। কিন্তু এ ম্যাচেও তো সেই ফলোঅন পিছু ছাড়ল না। বোলারদের দোষ দেওয়ারও তো উপায় নেই। ক্যারিবীয়দের ৩৮০ রানে আটকে দেওয়ার পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ কি না ১৬১ রানেই অলআউট।
লজ্জা! লজ্জা!! লজ্জা!!! এ তো চরম লজ্জাই। একটা টেস্ট দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাই ছুঁতে পারলেন না। হাফ সেঞ্চুরিও মাত্র একটি, মাহমুদুল্লাহর। প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এ টেস্টেও রক্ষা করলেন ধারাবাহিকতা। এ ছাড়া ৪৮ রান তামিম ইকবালের। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেয়েছেন কেবল তাইজুল ইসলাম ১২ এবং শফিউল ১০। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ইনিংসে কোনো অর্ধশত জুটিই নেই। সর্বোচ্চ ৪৫ রানের জুটিটি অষ্টম উইকেটে, মাহমুদুল্লাহ ও শফিউলের মধ্যে। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানরা যাওয়ার মিশনে নামেন, শেষ পর্যন্ত তাদের গতি অব্যাহতই ছিল। কেবল ব্যতিক্রম এক মাহমুদুল্লাহ। এক প্রান্ত আগলে রেখে তিনি ১০০ বল খেলে করেছেন ৫৩ রান। উইন্ডিজ পেসার কেমার রোচের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন জেরোমি টেলর ও সুলেমান বেন। কাল বিকালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে ফুটবলে আফগানিস্তানকে হারিয়ে ২৮ বছর পর জিতে ক্রীড়ামোদীরা যে উচ্ছ্বসিত ছিলেন, মুশফিকদের ব্যর্থতায় তা রাতেই বেদনায় পরিণত হয়। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু পারলেন না। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবারও লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ১৪৩ রানের উদ্বোধনী জুটির পরও ওয়েস্ট ইন্ডিজকে ৩৮০ রানে অলআউট করে দাপটই দেখিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যর্থতায় ফলোঅনে পড়তে হয়েছে বাংলাদেশকে। তবে সেন্ট লুসিয়ার উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন ভেবেই কি না মুশফিকদের ফলোঅন করায়নি ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
শিরোনাম
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
ফের ব্যাটিং ব্যর্থতা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর