প্রথম ম্যাচে ফলোফন নিয়ে না হয় মুশফিকদের একটা ব্যাখ্যা থাকতেই পারে- অ্যাকসিডেন্ট! তারপর ব্যাটিং স্বর্গে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় বড় ইনিংস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বিপত্তি। কিন্তু এ ম্যাচেও তো সেই ফলোঅন পিছু ছাড়ল না। বোলারদের দোষ দেওয়ারও তো উপায় নেই। ক্যারিবীয়দের ৩৮০ রানে আটকে দেওয়ার পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ কি না ১৬১ রানেই অলআউট।
লজ্জা! লজ্জা!! লজ্জা!!! এ তো চরম লজ্জাই। একটা টেস্ট দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাই ছুঁতে পারলেন না। হাফ সেঞ্চুরিও মাত্র একটি, মাহমুদুল্লাহর। প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এ টেস্টেও রক্ষা করলেন ধারাবাহিকতা। এ ছাড়া ৪৮ রান তামিম ইকবালের। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেয়েছেন কেবল তাইজুল ইসলাম ১২ এবং শফিউল ১০। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ইনিংসে কোনো অর্ধশত জুটিই নেই। সর্বোচ্চ ৪৫ রানের জুটিটি অষ্টম উইকেটে, মাহমুদুল্লাহ ও শফিউলের মধ্যে। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানরা যাওয়ার মিশনে নামেন, শেষ পর্যন্ত তাদের গতি অব্যাহতই ছিল। কেবল ব্যতিক্রম এক মাহমুদুল্লাহ। এক প্রান্ত আগলে রেখে তিনি ১০০ বল খেলে করেছেন ৫৩ রান। উইন্ডিজ পেসার কেমার রোচের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ৪২ রানে ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নেন জেরোমি টেলর ও সুলেমান বেন। কাল বিকালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে ফুটবলে আফগানিস্তানকে হারিয়ে ২৮ বছর পর জিতে ক্রীড়ামোদীরা যে উচ্ছ্বসিত ছিলেন, মুশফিকদের ব্যর্থতায় তা রাতেই বেদনায় পরিণত হয়। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু পারলেন না। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবারও লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ১৪৩ রানের উদ্বোধনী জুটির পরও ওয়েস্ট ইন্ডিজকে ৩৮০ রানে অলআউট করে দাপটই দেখিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যর্থতায় ফলোঅনে পড়তে হয়েছে বাংলাদেশকে। তবে সেন্ট লুসিয়ার উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন ভেবেই কি না মুশফিকদের ফলোঅন করায়নি ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
শিরোনাম
- বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সূচি
- ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- কারাগারে থেকেই মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো
- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২০
- ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩
- স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প
- দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
ফের ব্যাটিং ব্যর্থতা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর