গুয়াংজু এশিয়ান গেমসে স্বপ্ন পূরণ হয়নি সালমাদের। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই এসেছে দক্ষিণ কোরিয়ায়। ইনচেনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যাতে কোনো সমস্যা না হয় এজন্য আট দিন আগেই এসেছেন। যেকোনোভাবে স্বর্ণ জয়ের জন্য মরিয়া বাংলাদেশের মেয়েরা। আজ নেপালের বিরুদ্ধে সালমাদের প্রথম ম্যাচ।
এ ম্যাচে বড় ব্যবধানেই জয়ের কথা। উল্টো কাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেপালকে সমীহই করলেন সালমা। শক্তির বিচারে নেপাল দুর্বল দল হলেও তাদেরকে সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলপতি। তবে ইনচেনের উইকেট ভাবিয়ে তুলছে তাকে। সালমা বলেন, 'আমরা আগে এসেছি আবহাওয়া এবং উইকেট সম্পর্কে জানার জন্য। কিন্তু উইকেট সম্পর্কে এখনো আমরা কিছুই জানি না। প্র্যাকটিস উইকেট অতটা ভালো নয়, বল ওঠেনা, প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে। গতকাল গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা হয়েছে উইকেট সম্পর্কে। বলেছেন উইকেট মোটামুটি, উইকেটা শুষ্ক। আমার মনে হয় কালকে বল একটু উঠতে পারে। কালকের আমাদের প্রথম ম্যাচ। আশা করছি ভালো করব এবং জিতব ইনশাল্লাহ।' গত এক বছরে ক্রিকেটে ছেলেরা ভালো করতে না পারলেও মেয়েরা জয় পেয়েছেন নিয়মিতই। আর এই সাফল্যই সালমাকে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলছে। 'বিশ্বকাপে দুটো ম্যাচ জেতার পর কিন্তু আমাদের স্প্রিটটা আরও বেড়ে গেছে। বিশ্বকাপে আমরা যে দলটা খেলেছি একজন ছাড়া তাদের সবাই আছে। সে জায়গায় একজন ভালোমানের খেলোয়াড় নেওয়া হয়েছে। এ কারণে আমাদের দলটা আরও শক্তিশালী হয়েছে। সবকিছু মিলে আমাদের এবারের দলটা অনেক ভালো। আমাদের ওই মানসিকতাই আছে, চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।' বাংলাদেশ দলের হয়ে কোচ চাম্পিকা গামাগের প্রথম সফর এটি।