ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষেপর্তুগাল দলে ফিরেছেন। প্রীতি ম্যাচ ও ইউরো বাছাইপর্বকে সামনে রেখে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস দল ঘোষণা করেছেন। সেই দলে রোনালদোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফিটনেস সমস্যার কারণে গত মাসে আলবেনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে রোনালদোকে দলে নেননি তখনকার কোচ পাওলো বেন্তো। খেলায় পর্তুগাল আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরে যায়।
সেই হারের ফলে চাকরি হারাতে হয় পাওলো বেন্তোকে। বেন্তোর জায়গায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন গ্রিসের সাবেক কোচ ফার্নান্দো সান্তোসকে স্থলাভিষিক্ত করেছে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/জান্নাত