প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে ডাক পেলেন এক ব্রাজিলের মাঝ মাঠের মধ্যমণি রিকার্ডো কাকা। আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে দু'টি ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার দলে অন্তর্ভূক্ত হয়েছেন তিনি।
পূর্ব ঘোষিত দলে কাকাকে নেননি দুঙ্গা। গত বিশ্বকাপের আসরেও তিনি ছিলেন না লুইস ফেলিপ স্কলারির দলে। অনেকে মাঝমাঠের এ ব্রাজিল তারকার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আবার জাতীয় দলের হয়ে ফেরাতে কাকা ভক্তদের মনে খুশির জোয়াড় চলে এসেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৫ মার্চ রাশিয়ার বিপক্ষে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন কাকা। এরপর থেকে জাতীয় দলের বাইরে ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার।
এসি মিলানের হয়ে ২২৩ ম্যাচ খেলা কাকা ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৭টি ম্যাচ। রিয়াল মাদ্রিদে তিনি খেলেছেন আরো ৮৫টি ম্যাচ। দেশের জার্সি গায়ে গোল করেছেন ২৯টি।
বিডি-প্রতিদিন/৪ অক্টোবর,২০১৪/মাহবুব