ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দলের সেরা স্পিনার সুনীল নারায়ণকে ভারত সফরে দল থেকে প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের এক মুখপাত্র ক্রিকইনফোকে জানান, অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বোলিং থেকে নিষিদ্ধ হওয়ার পর নারায়ণকে দেশে ডেকে পাঠানো হয়েছে।
পরে দেশটির ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ভারত সফরে দল থেকে নারায়ণকে প্রত্যাহার করে বোলিং অ্যাকশন শুধরে তাকে দলে ফেরানোর চিন্তা-ভাবনা করছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে নারায়ণকে দল থেকে বাদ দেয়ার ফলে ভারতের বিপক্ষে ওয়ানডেতে কোনো স্পেশালিস্ট স্পিনার ছাড়াই মাঠে নামতে হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। শিগগিরই তার বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ভারত সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলার পর ক্যারিবীয়রা তিন ম্যাচ টেস্ট সিরিজে ধোনিদের মোকাবেলা করবে।
৮ অক্টোবর থেকে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ