নতুন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বার্সালোনা তারকা লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় আজ শনিবার রাতে রায়ো ভ্যালকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে হ্যাট্রিক করলেই স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তেলমো জারার পাশে নাম লিখিয়ে ফেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
স্প্যানিশ লিগে তেলমো জারার ২৫১ গোলের ৬০ বছরের পুরনো রেকর্ড এখনও অক্ষত। এই মুহূর্তে লা লিগায় ২৪৮ গোলের মালিক মেসি। তাই মেসিই পারে তেলমো জারাকে ধরতে। এজন্য মাত্র তিনটি গোল করতে হবে বিশ্বফুটবলের বর্তমান মহানায়ককে।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৪/মাহবুব