হঠাৎ পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন। স্কটল্যান্ডের ডান্ডিতে একটি গলফ প্রটিযোগিতায় খেলতে গিয়ে এই সমস্যা পড়েন তিনি। স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক গ্রেটকে। তিনি সমস্যামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চার্লটনের বয়স ৭৬ হলেও এখনো শারীরিকভাবে বেশ সক্ষম।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৭৪৮টি ম্যাচে ২৪৯টি গোল করেন চার্লটন। চারটি বিশ্বকাপে (১৯৫৮, ১৯৬৮, ১৯৬৬ ও ১৯৭০) ইংলিশ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। নিজ দেশে ১৯৬৬ সালের বিশ্বকাপ শিরোপাজয়ী অন্যতম সদস্য ছিলেন এই চার্লটন।
উল্লেখ্য, ১৯৫৮ সালে ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন চার্লটন। কিন্তু তখনও প্রাণে বেঁচে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ