চেলসির কোচ হোসে মরিনহো আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে বলেছিলেন 'ব্যর্থতার বিশেষজ্ঞ'। আর তার এ বিদ্রুপের জন্য তিনি ওয়েঙ্গারের কাছে ক্ষমা চাইতে নারাজ।
মরিনহো বলেন, ‘আমি ক্ষমা চাওয়ার মতো কোনো কারণ দেখছিনা। তাই আমি ক্ষমা চাইব না। আমি এসব ব্যাপার মনে রাখিনা। ভুলে গেছি সে ব্যাপারটিও। সব ভুলে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদেরও সব ভুলে যাওয়া উচিৎ।’
তিনি আরো বলেন, ‘ফুটবলের মানুষ বুদ্ধিমান হয়। আমরা দু’জন লন্ডনের দুটি বড় ক্লাবের দায়িত্বে আছি। দুটি ক্লাবের অগনিত সমর্থকদের সব ভুলে সামনের ম্যাচের দিকে নজর দেওয়া দরকার।’
গত মৌসুমে ওয়েঙ্গারের আর্সেনালের হয়ে ১০০০তম ম্যাচে চেলসির কাছে তার শিষ্যরা ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। সে ম্যাচের পর মরিনহো এমন বিদ্রুপ করেছিলেন। ৫ অক্টোবর লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে আবারো দুই দল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ