রেড বুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন সেবাস্তিয়ান ভেটেল। মৌসুম শেষ হলেই জার্মান এই ফরমুলা ওয়ান কিংবদন্তি যোগ দেবেন ফেরারিতে। জাপান গ্রান্ড প্রিতে অংশ নিয়ে রেড বুল ফরমুলা ওয়ান দলের পক্ষ থেকে ক্রিশ্চিয়ান হর্নার এমনটাই জানিয়েছেন। ভেটেলের পরিবর্তে রেড বুল দলে নিচ্ছে ২০ বছর বয়সী রাশিয়ান ড্রাইভার দানিল ভিয়াতকে। ভেটেল দল ছাড়ায় রেড বুল দুর্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তারা।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ