শেষ তিনটি আইপিএলের দুটিতেই চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দলের অভূতপূর্ব এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সুনীল নারায়ণের। চলতি চ্যাম্পিয়ন্স লিগেও দুরন্ত ফর্মে এই ক্যারিবিয়ান স্পিনার। তার ঘূর্ণিতে চুমমার ব্যাটিংয়ের বহু রথী-মহারথীরা। কিন্তু সেই সুনীল নারায়ণকেই থামতে হল ফাইনালের ঠিক আগে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পরপর দু-ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় আজ ফাইনাল ম্যাচে তিনি নেই।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা এসবের পেছনে অবশ্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এক ক্যারিবিয়ান ক্রিকেট কর্মকর্তা বলছেন, ‘ভারতের কন্ডিশনে নারায়ণের সাফল্যতে কলকাতা নাইট রাইডার্স উচ্ছ্বসিত হলেও ভয় পাচ্ছে ভারতের ক্রিকেট কর্তারা। আগামীদিনে নারায়ণ ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি হতে চলেছে। তাই ওকে এড়াতে চাইছে ভারত।’
চ্যম্পিয়ন্স লিগে নির্বাসিত হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন নারায়ণ। ফলে ৮ অক্টোবর থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে কোনও বাধা নেই তার। কিন্তু ফর্মের চূড়ায় থাকা একজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েন তিনি।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ