প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে জাতীয় ফুটবল দল হেরে গেছে। ফুটবলে প্রস্তুতি ম্যাচে কোনো ক্লাবের কাছে হারাটা নতুন কিছু নয়। তারপর আবার আবাহনী বলে কথা। না, আগের সেই আবাহনী এখনকার আবাহনীর সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য। সোমবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে যে আবাহনী মাঠে নেমেছিল তাতে কোনো তারকা ফুটবলার ছিল না। ছিল না নির্ভর করার মতো বিদেশি ফুটবলার। তারপরও ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জনপ্রিয় দলটি। যে খেলা খেলেছিল তাতে আরও গোল জালে জড়ালে অবাক হওয়ার কিছু থাকত না। দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেছেন, এই হারে আমরা ভুলত্রুটি শোধরানোর সুযোগ পাব। কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিন ভীষণ চটেছেন। এতটা ক্ষুব্ধ ছিলেন যে অবরোধের মধ্যেও ফুটবলারদের বাফুফে ভবনে ডেকে আনেন। উত্তেজিত হয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। খেলোয়াড়রা ছিলেন একেবারে নীরব। যাওয়ার আগে তারা সভাপতিকে আশ্বাস দিয়ে গেছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ সেমিফাইনাল খেলার।
আসলে শুধু সালাউদ্দিন নয়। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের এই হারে ফুটবলপ্রেমীরা শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশের সেমিফাইনাল ওঠা নিয়ে। স্বাগতিক দল সেমিফাইনাল উঠলে টুর্নামেন্ট জমে উঠবে। এই চিন্তায় বাংলাদেশকে রাখা হয়েছে দুর্বল গ্রুপে। খেলবে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে কি করে বলা মুশকিল। আশা শ্রীলঙ্কাকে হারিয়ে ঠিকই শেষ চারে জায়গা করে নেবে। কিন্তু আবাহনীর কাছে হারের পর শঙ্কা জেগেছে শ্রীলঙ্কা না উল্টো জিতে যায়। তা ছাড়া দল হিসেবে লঙ্কানরা ততটা দুর্বল নয়। দুই প্রীতি ম্যাচের সিরিজে প্রথমটি ড্র পরেরটাতে কোনোক্রমে জয় পেয়েছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ যে জিতবেই তা নিশ্চিত করে বলা যায় না। সালাউদ্দিন হারের কারণ জানতে চেয়েছিলেন। খেলোয়াড়রা কোনো উত্তর দিতে পারেননি। অথচ বড় যে কারণ আছে তা সাহস করে বলতে পারেননি। কারণ একটাই কোচ। সাইফুল বারী টিটুর তত্ত্বাবধানে প্রশিক্ষণ চললেও মূল কোচের দায়িত্ব পালন করবেন লোডডিক ক্রুইফ। টিটু জানেন কোচ হলেও তাকে যেকোনো মুহূর্তে সরে যেতে হবে। মুখে কিছু বলছেন না। অথচ তার ভিতর ঠিকই অস্থিরতা কাজ করছে। এই অবস্থায় প্রশিক্ষণে কতটা আর মনোযোগী হতে পারেন। খেলোয়াড়দের অবস্থাও তাই। তারা জানেন টিটু যতই নির্দেশনা দিক না কেন, টুর্নামেন্টে মূল কোচ হবেন ক্রুইফই। সেক্ষেত্রে তারাও প্রশিক্ষণে ততটা মনোযোগী নন। এ কথা বললে সালাউদ্দিন আরও ক্ষুব্ধ হয়ে উঠতেন। কিন্তু আবাহনীর কাছে হারে এটাই বড় কারণ হিসেবে চিহ্নিত করা যায়। আর এ জন্য তো সালাউদ্দিনকেই দায়ী করা যায়। কেননা ২৯ জানুয়ারি টুর্নামেন্ট এখনো যদি দলে মূল কোচ না আসেন তাহলে খেলোয়াড়রা মাঠে লড়বেন কীভাবে? কথা হচ্ছে ক্রুইফ কি সত্যিই আসছেন। গতকাল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন তাকে টিকিট পাঠানো হয়েছে। আশা করছি শুক্রবার মধ্যরাতেই তাকে ঢাকায় দেখা যাবে।
শিরোনাম
- বন্যায় নিরাপত্তাহীনতায় নারীরা, স্বাস্থ্যঝুঁকি ও মৌলিক চাহিদায় প্রভাব
- সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু
- ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
- জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
- চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
- বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- যুক্তরাষ্ট্রে মন্দিরে যাওয়ার পথে নিহত একই পরিবারের ৪ ভারতীয়
- টঙ্গীতে বাসায় বিস্ফোরণ: দগ্ধ চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে
- মানিকগঞ্জে অবহেলিত সড়ক, দুর্ভোগে ২২ গ্রামের মানুষ
- রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
- সিডনিতে “সূর্য দীঘল বাড়ি” নিয়ে ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’ আয়োজন
- ‘সিতারে জামিন পার’ দেখতে গিয়ে যে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
ফিফার স্বীকৃতি
প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের হারের নেপথ্য
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর