পেনাল্টি শটে লিওনেল মেসি দুর্বলতা খোলা চোখেই ধরা পড়ে। মাঝে মধ্যেই আর্জেন্টাইন এ জাদুকর পেনাল্টিতে গোল মিস করে ভক্তদের হৃদয় ভেঙেছেন। বুধবার রাতে এমন একটা ঘটনাই ঘটতে যাচ্ছিল। তবে নাটকীয়ভাবে গোল করে লিওনেল মেসি ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় উপহার দেন বার্সা ভক্তদের। কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার ন্যু ক্যাম্পে ১-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ড্র করলেই সেমিফাইনালে পেঁৗছে যাবে কাতালানরা। বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের ৮৪ মিনিটে লিওনেল মেসি ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে ফ্রি কিক নেন। তার ফ্রি কিক থেকে বল পেয়ে শট নিতে গেলে বাসকুয়েটসকে ফাউল করেন হুয়ানফ্রেন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি লুইস গঞ্জালেস। মেসির পেনাল্টি শট ফিরিয়ে দেন অ্যাটলেটিকোর স্লোভেনিয়ান গোলরক্ষক হান অবলাক। তবে শট নিয়ে এগিয়ে যাওয়া মেসি দ্বিতীয় শটে ঠিকই গোল করেন। মেসির এই নাটকীয় গোলেই জয় পায় কাতালানরা। কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে গেলেও সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে।