নরওয়ের স্ট্রমগডসেট ক্লাবে কয়েক মাস আগে খেলা শুরু করেছিলেন পনের বছরের এক তরুণ। উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তিনি বাছাই পর্বে অংশ নেন গত অক্টোবরে। তরুণ এই ফুটবলারকে পর্যবেক্ষণ করছিল ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুটধারী রিয়াল মাদ্রিদ। গত ডিসেম্বরে ১৬ বছর পূর্ণ করা মার্টিন অডেগার্ডকে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর দলে নিয়ে এল লস ব্ল্যাঙ্কোসরা। স্বপ্ন পূরণ হলো এক তরুণের। গতকাল বিকালে সান্তিয়াগো বার্নাব্যুতে অডেগার্ডকে মিডিয়ার সামনে উপস্থিত করা হয় রিয়ালের জার্সিতে।