অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ব্ল্যাকমেল করেছে অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। খবরের সত্যতা প্রকাশ করেছে ইসিবি।
ইংল্যান্ডের নতুন অধিনায়ক মর্গ্যানকে ব্ল্যাকমেল করে পাঁচ অঙ্কের অর্থ দাবি করে এক ব্যক্তি। ইসিবি-র পক্ষ থেকে জানানো হয়, ‘অস্ট্রেলিয়ার এক ব্যক্তির কাছ থেকে ই-মেল পেয়েছে ইসিবি।
পাঁচ বছর আগে মর্গ্যানের সঙ্গে এক মহিলার সম্পর্ক হয়েছিল। পাঁচ অঙ্কের অর্থ না-দিলে তা প্রকাশে আনা হবে বলে দাবি করেন অস্ট্রেলিয়ান নাগরিক।
ব্রিটিশ পুলিশের সঙ্গে আলোচনার পর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইসিবি। পরে সে পুলিশের কাছে দোষ স্বীকার করে।
ইসিবি-র ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন জানান, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে আমাদের দলের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটুক, এমনটা মেনে নেওয়া যায় না৷ শেষ পর্যন্ত বিষয়টি পুলিশের হস্তক্ষেপে দ্রুত মিটে গিয়েছে৷
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন