১৭বার গ্রান্ড স্ল্যাম শিরোপাজয়ী সুইস লেজেন্ড রজার ফেদেরার বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন। আজ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ইতালিয়ান অবাছাই আন্ড্রেস সেপ্পির কাছে হারেন ফেদেরার। ২০০০ সালের পর থেকে এই প্রথম এত তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে বিদায় হলো তার। এর ফলে ৩৩ বছর বয়সী সুইস এ তারকার পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয় করা হলো না। খবর ইন্ডিয়া টুডে'র
অান্ড্রেস সেপ্পি প্রথম দুই সেট ৬-৪, ৭-৬ [৫] গেমে জিতে নেন। ফলে ম্যাচে টিকে থাকার লড়াইয়ে ফেদেরার ৬-৪ গেমে তৃতীয় সেটটি জিতলেও চতুর্থ সেটটি টাইব্রেকে ৬-৭ গেমে হারেন তিনি। ফলে ক্যারিয়ারে দশম বারের মতো দু্ই সেট পিছিয়ে পড়ে লড়াই করেও শেষ পর্যন্ত হারেন ফেদেরার।
এদিকে, ১১ ম্যাচে ফেদেরারের বিরুদ্ধে এটাই হচ্ছে অবাছাই সেপ্পির প্রথম জয়।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ