অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়লেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ঝরে গেলেন রজার ফেদেরারও।
শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে দ্বিতীয় রাউন্ডে সানিয়া তার নতুন সঙ্গী চাইনিজ তাইপের সু-উই সিউকে নিয়ে টেনিস কোর্টে নেমেছিলেন। তবে, জয় বগলদাবা করা হল না এ জুটির। সম্প্রতি মহিলা ডাবলসে পাঁচ নম্বরে উঠে আসা সানিয়া জুটি হেরেছেন ৭-৬, ৬-৪ সেটে।
কানাডিয়ান গ্যাব্রিয়েলা ও পোলিশ অ্যালিকজা রোসোলকা জুটির কাছে সরাসরি সেটে হারেন সানিয়া জুটি। ফলে, মহিলা ডাবলস থেকে বিদায় নিলেন পাকিস্তানের পুত্রবধূ ভারতীয় এ টেনিস তারকা।
এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম দিনে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার। ইতালির অান্দ্রেজ সেপ্পির কাছে ৬-৪, ৭-৬(৫), ৪-৬ ও ৭-৬(৫) সেটে হেরেছেন তিনি। ২০০০ সালের পর থেকে এই প্রথম এত তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে বিদায় হলো তার। এর ফলে ৩৩ বছর বয়সী সুইস এ তারকার পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয় করা হলো না।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৫/আহমেদ