প্রথম রাউন্ডের ম্যাচের মতো আজ প্রতিপক্ষের কাছে হারের কোনো ধরনের শঙ্কাতেই পড়তে হয়নি রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভাকে। আজ তৃতীয় রাউন্ডে কাজাখস্তানের জারিনা ডিয়াসের বিরুদ্ধে একদম হেসেখেলেই জয় পেয়েছেন বিশ্বের দুই নম্বর তারকা শারাপোভা। সরাসরি সেটে মাত্র ৬১ মিনিটেই ডিয়াসের বিরুদ্ধে ৬-১, ৬-১ গেমে জয় তুলে নেন তিনি। খবর দ্য হিন্দুর
মনোবিজ্ঞানের শিক্ষার্থী ৩১ নম্বর তারকা খেলোয়াড় ডিয়াসের বিপক্ষে মাত্র ২৬ মিনিটেই প্রথশ সেটে জয় পান শারাপোভা। দ্বিতীয় সেটের শুরুতেই পয়েন্ট হারালেও শেষ ছয় গেম টানা জিতে ম্যাচটি জিতে নেন তিনি। চতুর্থ রাউন্ডে রবিবার চীনের পেং শুয়েইয়ের বিরুদ্ধে খেলবেন শারাপোভা।
এদিকে, ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় অ্যান্ডি মারেও তার তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন। পর্তুগালের জোয়াও সুসাকে সরাসরি সেটে ৬-১, ৬-১, ৭-৫ গেমে পরাজিত করেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই মারে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে রবিবার বুলগেরিয়ার গ্রিগর ত্রিমিত্রবের বিরুদ্ধে খেলবেন ব্রিটিশ এ তারকা খেলোয়াড়।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ