ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই জয় পায় স্বাগতিকরা। মূলত অধিনায়ক স্মিথের সেঞ্চুরির উপর ভর করেই এ জয় পায় তারা। স্মিথ শেষ পর্যন্ত ৯৫ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন। এর আগে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৩ রান সংগ্রহ করে। খবর বিবিসির
জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে অস্ট্রেলিয়া এক পর্যায়ে ৯৩ রানেই ৩টি উইকেট হারিয়ে ফেলে। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ। শন মার্সকে সঙ্গে নিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে আনেন স্মিথ। শন মার্স ৪৫ রান করে স্টিভেন ফিনের বলে আউট হয়ে যান। ক্যামেরন হোয়াইট কোনো রান না করেই এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। এরপর স্মিথ ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ব্যাট চালিয়ে যান। তবে ম্যাক্সওয়েল ৩৭ রান করে অাউট হয়ে গেলে ফোকনারকে সঙ্গে নিয়ে ব্যাট চালিয়ে যেতে থাকেন। ফোকনারও বেশি রান সংগ্রহ করতে পারেননি। ৪৪ বলে ৩৫ রান করতে সক্ষম হন তিনি। এরপর উইকেটরক্ষক ব্রাড হাদিনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক স্মিথ। হাদিন ৪৮ বলে ৪২ রান করে অাউট হন। ততক্ষণে অস্ট্রেলিয়ার জয় কেবল সময়ের ব্যাপার ছিল।
এর অাগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ইয়ান বেলের অনবদ্য ১৪১ রানের উপর ভর করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩০৩ রান তুলে। এছাড়া জো রুট ৬৯ রান, মঈন আলী ৪৬ রান ও উইকেটরক্ষক বাটলার অপরাজিত ২৫ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক, প্যাট কামিনস, ফোকনার ও হেনরিকস ১টি করে উইকেট ও সাধু ২টি উইকেট নেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে তিন জাতির এই একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়া আজকের ম্যাচসহ তাদের দুটি ম্যাচেই জয় পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ