গত বছর ব্যালন ডি’অরে মনোনীত সেরা তিন ফুটবলারের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসি ছাড়াও ছিলেন বায়ার্ন মিউনিখের ফ্রান্স তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। কিন্তু শেষ পর্যন্ত সিআর সেভেনই বাজিমাত করে ব্যালন জিতে নেন। ফলে জুরিখ থেকে হতাশ হয়েই দেশে ফিরতে হয়েছিল রিবেরিকে।
ব্যালন না-পাওয়ায় যথেষ্ট মনোক্ষুন্ন রিবেরি। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলছেন, ‘ব্যালনের জন্য রোনালদো ও মেসি মনোনীত হলে, তৃতীয় কেউ আর এই পুরস্কার পাবে না। এটাই নিয়ম হয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে এটাই হয়ে আসছে। বুঝতে পারছি না যে, ব্যালন পেতে গেলে কোন ফুটবলারকে আর কী করতে হবে। এমনকী বিশ্বকাপ জেতাও এখানে প্রাধান্য পায় না।
ম্যানুয়েল ন্যুয়ার শেষ দু-তিন বছর ধরে বিশ্বের সেরা গোলকিপার। বায়ার্নকে ও অনেক ট্রফি দিয়েছে। পাশাপাশি ব্রাজিল বিশ্বকাপেও সেরা গোলকিপার হয়েছে ন্যুয়ার। তাও ওকে এবার ব্যালন দেওয়া হলো না। এর কোনো মানেই হয় না।
শুধু ছবি তোলার জন্য ব্যালনের অনুষ্ঠানে গিয়ে কোনো লাভ নেই৷ এবার আমাদের আলোচনা করা উচিৎ যে আমরা ব্যালনের অনুষ্ঠানে যাব কি না।
২০০৯-১২ এই পুরস্কার একচেটিয়া ভাবে মেসিই পেয়ে এসেছেন। শেষ দু’বছর সিআর সেভেনের দখলে রয়েছে ব্যালন। শেষ ছ’বছরে মেসি-রোনালদোর থেকে এই পুরস্কার কেউ নিতে পারেনি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব