সর্বশেষ এশিয়া কাপে খেলে গেছে পাকিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে শেষবার পাকিস্তান এসেছিল ২০১১ সালে। এফটিপির শর্ত অনুযায়ী এ বছরের এপ্রিল-মে মাসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তানের। সফরসূচিও মোটামুটি চূড়ান্ত। সফর না করার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেনি ঠিকই। কিন্তু শর্ত জুড়ে দিয়েছে। সফরের মোট আয়ের ৫০ শতাংশ রেভিনিউ দাবি করেছে পাকিস্তান। শর্ত জুড়ে দেওয়ায় এখন সিরিজ ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আইসিসির নতুন নিয়মানুযায়ী দুই দেশের সিরিজ নির্ভর করে দুই দেশের আগ্রহের ওপর। যদি কোনো কারণে কোনো দেশ আগ্রহ প্রকাশ না করে, তাহলে সিরিজ হওয়ার সম্ভাবনা নেমে আসবে শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের শর্ত জুড়ে দেওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ল ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, 'বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। সময় আছে এখনো।' রেভিনিউ দাবির সঙ্গে 'এ' দল ও অনূধর্্ব-১৯ দলের সফর নিয়েও শর্ত জুড়ে দিয়েছে।
দুবাইয়ে আইসিসি সভায় বিষয়টি নিয়ে দুই বোর্ডের কথা হয়। সেখানেই আসন্ন সিরিজ নিয়ে কথা বলেন দুই পক্ষ। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) অবশ্য এই শর্ত জুড়ে দিয়েছে পুর্বে বাংলাদেশ দল সফর বাতিল করায় তাদের আর্থিক ক্ষতি হওয়ায়। বিসিবি সূত্র জানিয়েছে, ২০০৮ সালে বাংলাদেশ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল। সে সময় কোনো রেভিনিউ দাবি করেনি বিসিবি। আসন্ন সিরিজের সম্ভাব্য সূচি ঠিক করা হয়েছে, ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত।