ক্যানবেরায় এখন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তার চেয়েও তুঙ্গে। ম্যাচটি দেখতে ১০ হাজার বাঙালি উপস্থিত থাকবেন আজ মানুকা ওভাল স্টেডিয়ামে। ম্যাচে যেন বাংলাদেশের ক্রিকেটাররা কোনোভাবেই মনে না করেন দেশের বাইরে খেলছেন, তাই সবাই লাল-সবুজ পতাকা ও জার্সি পরে মাঠে উপস্থিত হবেন এবং স্বাগতিকতার সুবিধা দিতে প্রস্তুত তারা। ক্যানবেরা অস্ট্রেলিয়ার টেরিটরি রাজধানী। এখানে হাজার চারেক বাঙালির বাস। সবাই সরকারি চাকরি করেন। তাদেরই একজন রনি। রনি অস্ট্রেলিয়ান নিরাপত্তা বাহিনীর আইটি বিভাগে কাজ করেন। থাকেন শহরের বাইরে। আজ খেলা দেখবেন পরিবারসহ। তার মতো সব বাঙালিই পরিবার-পরিজন নিয়ে খেলা দেখবেন। খেলা দেখতে সিডনি থেকে ১০ বাস বোঝাই হয়ে বাঙালি আসছেন। আসছেন মেলবোর্ন, ব্রিসবেন থেকেও। সবাই চাইছেন বাংলাদেশের শুভ সূচনা। রনি বলেন, 'আমরা ম্যাচটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। এজন্য গত জুলাইয়ে টিকিট কিনেছি। শুধু আমরা নই, অস্ট্রেলিয়ার বিভিন্ন সিটি থেকেও আসছেন বাঙালিরা। প্রায় ১০ হাজার বাঙালি খেলা দেখব। আমরা চাইছি বাংলাদেশের ক্রিকেটাররা যেন কোনোভাবেই অস্বাচ্ছন্দ্যবোধ না করেন। আমরা চেষ্টা করব ক্রিকেটারদের স্বাগতিকতার সুযোগ দিতে।' কাল সংবাদ সম্মেলনে একই কথা বলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা- 'আমরা ঘরের মাঠে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কাল মানুকায় আমাদের সমর্থক দেখে সবাই বিস্মিত হবেন। এখানে হাজার হাজার দর্শক আমাদের সমর্থন জোগাবেন। আমার বিশ্বাস আমরা এখানে স্বাগতিকতার সুযোগ পাব।'
সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো মানুকা স্টেডিয়ামে আজকের ম্যাচে থাকছে বাংলাদেশ ফ্যান জোনও, সেখানে প্রায় আড়াই-তিন হাজার বাঙালি খেলা দেখবেন। ম্যাচ নিয়ে যে উত্তেজনা, তাতে আজ বাংলাদেশ দর্শক সমর্থন নিয়েই লড়াই করবে কোনো সন্দেহ নেই।