দীর্ঘ ১১ পর নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দলীয় কাউন্সিলরদের সরাসরি ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হন সাবেক সদর উপজেলা আহ্বায়ক মো. মজিবুর রহমান খান। সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজউদ্দিন ফারাস সেন্টু।
সোমবার (১১ আগস্ট) শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে প্রথম অধিবেশনে সম্মেলনটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
প্রথম অধিবেশন শেষে সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হলে রাতে সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
আনারস প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মো. মজিবুর রহমান খান ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে তাজউদ্দিন ফারাস সেন্টু ৪৭৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম