ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় শুরুতেই আয়ারল্যান্ডকে শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম। তিনি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। সেই সেঞ্চুরি আবার ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করে বুলবুল এখন ক্রিকেট ইতিহাসের সোনালি মোড়কে বন্দী। বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা বুলবুল কাজ করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি)। বাস করেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন তার সঙ্গে দেখা হলে পরিষ্কার বলে দেন, এবারের বিশ্বকাপ হবে ব্যাটসম্যানদের। আফগানিস্তানকে হারাতে অনেক রান করতে হবে। স্কোর কোনোভাবেই ২৬০-এর নিচে যেন না হয়! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বুলবুল। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম টস করেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ হারিয়েছিল স্কটল্যান্ড ও পাকিস্তানকে। বিশ্বকাপের আবেদনটা তাই খুব ভালো করে বুঝেন তিনি। আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ১৬ কোটি ক্রিকেটপ্রেমীর মতোই অপেক্ষায় আছেন। প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশের হারকে তিনি ইতিবাচক হিসেবে নেননি। তিনি মনে করেন, হারগুলো মানসিকতায় আঘাত হানতে পারে, 'প্রস্তুতি ম্যাচ নিয়ে বাড়তি টেনশন করার কিছু নেই। ম্যাচগুলো খেলে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এই প্রস্তুতিগুলো ভালোভাবে কাজ করবে বিশ্বকাপের মূল মঞ্চে। তারপরও আমার ব্যক্তিগত মত, জিতলে ভালো হতো। মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা থাকত।' জয় না পাওয়ায় বিশ্বকাপের মূল মঞ্চে খেলা না খেলার উপরে কোনো প্রভাব ফেলবে না। তারপরও বুলবুল মনে করেন ব্যাটসম্যানদের রান করতেই হবে জিততে হলে, 'খেয়াল করলে দেখবেন প্রায় প্রতিটি ম্যাচেই রান হচ্ছে। সেঞ্চুরি হচ্ছে। দলের জয় পেতে ব্যাটসম্যানদের সামনে থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জয় পেতে স্কোর বোর্ডে ২৬০ রানের নিচে রাখলে সমস্যায় পড়তে হবে।' আফগানিস্তানের কাছে টাইগাররা এশিয়া কাপে হেরেছিল ৩২ রানে। আক্ষরিক অর্থে না হলেও পরিসংখ্যানের হিসাবে আফগানরা ক্যানবেরায় প্রবল প্রতিপক্ষ!