ওদের চারজনের তৃতীয়
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মোহাম্মদ আশরাফুল তিনটি বিশ্বকাপ খেলার রেকর্ডধারী। তবে এই রেকর্ডে আজ ভাগ বসাচ্ছেন আরও চারজন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। মাশরাফি ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ খেললেও ২০১১ বিশ্বকাপে ছিলেন অনুপস্থিত। অন্যদিকে সাকিব, তামিম এবং মুশফিক ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে খেলেছেন।
জাতীয় সংগীত
ক্যানবেরায় আজ সকাল হলেই 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় মোহিত হবে। প্রথমবারের মতো ক্যানবেরার মানুকা ওভালে বাজবে বাংলাদেশের জাতীয় সংগীত। কেবল মিউজিক নয়, পুরো জাতীয় সংগীতই গাওয়া হবে বাংলায়। এর আগে এই মাঠে কখনোই বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। আফগানিস্তানের বিপক্ষেই ক্যানবেরায় যাত্রা হবে বাংলাদেশের।
১০ বাস দর্শক
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ায়ও আগ্রহের কমতি নেই। আজ মাশরাফিদের বিশ্বকাপ যাত্রায় অংশ নিতে সিডনি থেকে ১০ বাস দর্শক আসছেন। ক্যানবেরার মানুকা ওভালের গ্যালারিতে যে 'বাংলাদেশি ফ্যান জোন' বানানো হয়েছে সেখানেই আসন নেবেন এসব দর্শক। প্রিয় দলকে উৎসাহ দিতে ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশিরাও ম্যাচ দেখতে মাঠে আসবেন দলে দলে।