পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে ভারত। মহা চাপের ম্যাচে জিতে ধোনিরা এখন ফুরফুরে মেজাজে। কিন্তু ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার মনে করেন, ভারতের আসল পরীক্ষা হবে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শচীন বলেন, 'পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। তাই এই ম্যাচকে পাকিস্তান ম্যাচের চেয়ে তুলনামূলক হালকাভাবে দেখলে ভুল করবে ভারত।'
সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে টানা ছয় বিশ্বকাপ খেলেছেন। ২০১১ সালে ঘরের মাঠে ভারতকে বিশ্বকাপের শিরোপাও এনে দিয়েছেন। এবার শচীনের অনুপস্থিতি ভারতের ড্রেসিং রুমে কিছুটা শূন্যতা তো এনে দিয়েছেই। তবে শচীন নিজে মনে করেন, ভারতীয় দলে মেধাবী ক্রিকেটারের অভাব নেই। বিশ্বকাপে ভালো করতে হলে সাবধান হয়ে খেললেই হবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তিনি বলেন, 'ওদের ফিল্ডিং দুর্দান্ত। শট রান নেওয়া খুবই কঠিন হয়ে যাবে। রান আউট যাতে না হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। স্টেইনের বল খুবই সাবধানে খেলতে হবে। প্রতিটি বোলারই কম বেশি খারাপ বল করে থাকে। ভারতীয় বোলারদের সেই সুযোগটাই নিতে হবে।'