জয়ের পর সবার মধ্যেই আলাদা করে চেনা যাচ্ছিল মুশফিকুর রহিমকে। অন্য সবার চেয়ে উচ্ছ্বাসের মাত্রাটা তার একটু বেশিই মনে হচ্ছিল। আফগানিস্তানের শেষ উইকেটের পতনের পর সবার আগে চিৎকার দেন মুশফিক। তার চিৎকারই বলে কতটা বোঝা নেমে গেছে তার বুক থেকে। এশিয়া কাপে তার অধিনায়কত্বেই আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। কাল তার অসাধারণ ব্যাটিংয়েই ১০৫ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক মুশফিক। তাই অন্য সবার চেয়ে উৎসব, উচ্ছ্বাস বেশিই হওয়া স্বাভাবিক টেস্ট অধিনায়কের। দুরন্ত জয়ের পরও সামান্য একটা আক্ষেপ রয়েই গেছে মুশফিকের। দলের সেরা ব্যাটসম্যানদের লম্বা সময় ব্যাটিং করতে দেওয়ার অনুরোধ করেন ম্যাচসেরা মুশফিক।
১১৯ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখনই সাকিবের সঙ্গে জুটি গড়েন ১১৪ রানের। যা বাংলাদেশের স্কোরকে টেনে নিয়ে যায় ২৬৭ পর্যন্ত। দলের ক্রান্তিকালে ঠাণ্ডা মাথায় যেভাবে ব্যাটিং করেন মুশফিক, এক কথায় অবিশ্বাস্য। বিপর্যয়ের মুখে এমন ব্যাটিং করার মূল কারণ পরিকল্পনা বলেন মুশফিক, 'আমি ও সাকিব দুজনেই পরিকল্পনা করেছিলাম, ধীরে ধীরে ইনিংসটি গড়ে নিতে। তবে সিঙ্গেলস নেওয়ার পাশাপাশি বাজে বলের জন্য অপেক্ষা করছিলাম। যাতে বাউন্ডারি মারতে পারি। সব মিলিয়ে পরিকল্পিত ব্যাটিং করাতেই এই সাফল্য।' এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম মুখোমুখিতেই হেরেছিল টাইগাররা। তিক্ত হারের স্বাদ পাওয়া ওই ম্যাচের অধিনায়ক ছিলেন মুশফিক। ওই হারের পর থেকেই সমালোচকরা বলে আসছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ আন্ডারডগ। কাল সেই আন্ডারডগের তকমা পরেই আফগানিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশ। অসাধারণ ও অনায়াস জয়ের নায়ক ছিলেন মুশফিক। কাল ম্যাচসেরা হওয়ার পর বলেন, 'জয় পাওয়ায় খুবই ভালো লাগছে। অবশ্যই চাপমুক্ত মনে হচ্ছে। সেবার আমার অধিনায়কত্বেই হেরেছিলাম। তাই চাপ ছিল আমার উপর। এখন জিতে ভালো লাগছে।'
এক সময় চার নম্বরে ব্যাট করতেন। কাল বিশ্বকাপে খেলেন ছয় নম্বর পজিশনে। অথচ টেকনিক্যালি দলের সেরা ব্যাটসম্যান। কাল যখন তাকে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি সরাসরি অসন্তুষ্ট প্রকাশ করেননি। কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তার ব্যাটিং অর্ডার আরও উপরে হওয়া উচিত, 'নিয়ম হচ্ছে ভালো ব্যাটসম্যানরা যাতে লম্বা সময় ব্যাটিং করতে পারেন, তাই তাদের উপরের দিকে ব্যাটিং করতে দেওয়া উচিত। আজকের (কাল) ম্যাচে টিম ম্যানেজমেন্টের হয়তো এমন পরিকল্পনা ছিল। তবে আমি মনে করি এটা বাকি সবগুলো ম্যাচের জন্য নয়।' আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ের পর ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে বিশ্বাস ম্যাচসেরা মুশফিকের 'আমি মনে করি অস্ট্রেলিয়া এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল। তারপরও আমি আশা করি আমরা তাদের বিপক্ষে ভালো খেলব। এমন একটি জয়ের পর দলের সবাই মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছেন। এছাড়া সবাই ভালো খেলার জন্যও মুখিয়েও আছেন।' এর আগে প্রায়ই দেখা যেত, শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে না পেরে হেরেই মাঠ ছাড়তে। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে বলে মনে করেন মুশফিক, 'আগে আমরা বিপর্যয়ের ধাক্কা সামলে খুব কম ম্যাচেই ভালো করতে পেরেছি। কিন্তু এখন সেই দিন নেই। আমরা এখন বিপর্যয় কাটিয়ে যে কোনো দলের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত।' অনুশীলন ম্যাচগুলোতে মুশফিকের ব্যাটে রান হয়নি। অথচ কাল রান করলেন এবং ম্যাচ জেতালেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে চান অস্ট্রেলিয়া ম্যাচেও।