ক্যানবেরায় পা দেওয়ার পর থেকেই শুনতে হচ্ছে, 'ক্যানবেরা ইজ কোয়াইট সিটি।' অস্ট্রেলিয়ার রাজধানী নিয়ে মন্তব্যটি ভুল নয়, শতভাগ খাঁটি। চারিদিকে সু উচ্চ পাহাড়, মাঝে মধ্যে কৃত্রিম লেক এবং একেবেঁকে যাওয়া সুনসান পথসারির ক্যানবেরা অসম্ভব সুন্দর এক নির্জন শহর। শহরের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম মানুকা ওভাল। এক সঙ্গে বসে খেলা দেখতে পারেন হাজার পনের দর্শক। কাল এই স্টেডিয়াম রূপ নিয়েছিল জনসমুদ্রে! মানুকা ওভাল লাল-সবুজ পতাকায় আচ্ছাদিত হয়ে রূপ নিয়েছিল এক খণ্ড বাংলাদেশে! স্টেডিয়ামের যে দিকে চোখ যায়, শুধু লাল-সবুজ পতাকা আর পতাকা। বাতাস কাটিয়ে মাথা উঁচু করে পতাকা উড়ছে পতপত করে। উপস্থিত সবার গায়ে বাংলাদেশের জার্সি। হাজার হাজার বাংলাদেশি এত দূরের ক্যানবেরায় হাজির হলো কোন জাদু বলে? এদের অধিকাংশই অস্ট্রেলিয়ায় বসবাসকারী। আফগানিস্তানের বিপক্ষে প্রিয় দলকে সমর্থন জোগাতে কাল সবাই হাজির হন স্টেডিয়ামে। জাতীয় সংগীতের সঙ্গে সবাই গেয়েছেন 'আমার সোনার বাংলা...।' অভুতপূর্ব দৃশ্য তখন স্টেডিয়ামের গ্যালারিতে। লাল-সবুজ পতাকা উড়ছে আর সবাই ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন। অসাধারণ মুহূর্ত। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাই যখন গান গাইছিল, তখন মাঠে উপস্থিত গুটি কয়েক অস্ট্রেলিয়ান বিস্মিত নয়নে তাকিয়েছিলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না, বাংলাদেশের মানুষ এত ভালোবাসে দেশকে। বাইরে আসলে নাকি দেশের কথা ভুলে যায় বাঙালি। ভুল, সম্পূর্ণ ভুল কথা। উল্টো দেশের কথা আরও বেশি মনে হয়। আরও বেশি দেশপ্রেমিক হওয়া যায়। নিউ সাউথ ওয়েলসের কান্ট্রি সাইড নগরী হারডনের নাগরিক নাদিম রেজা বলেন, 'ভাই ১১ বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছি। এখানকার পাসপোর্ট আমার। তারপরও দেশের কথা মনে হয় সব সময়। বাংলাদেশের খেলা দেখব বলে অফিস থেকে ছুটি নিয়েছি। ক্রিকেটারদের সাপোর্ট দিতে হবে। এটা আমাদের কর্তব্য। আমরা তাই ছুটে এসেছি মাঠে। দেখুন সবাই কেমন প্রাণ উজাড় করে বলছে বাংলাদেশ, বাংলাদেশ।' নাদিমের মতো উপস্থিত সবার একই কথা, 'বাংলাদেশ'। বাংলাদেশকে জিততেই হবে। স্টেডিয়ামের হাজারও বাংলাদেশিকে আরও বেশি বাংলাদেশি করে ছাড়ে স্বাধীনতার গান 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' কিংবা 'জয় বাংলা, বাংলার জয়'- গান পরিবেশনে। স্বাধীনতার এসব গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মানুকা ওভালকে সবাই বানিয়ে ফেলেছিলেন এক টুকরো বাংলাদেশ।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া