ক্যানবেরায় পা দেওয়ার পর থেকেই শুনতে হচ্ছে, 'ক্যানবেরা ইজ কোয়াইট সিটি।' অস্ট্রেলিয়ার রাজধানী নিয়ে মন্তব্যটি ভুল নয়, শতভাগ খাঁটি। চারিদিকে সু উচ্চ পাহাড়, মাঝে মধ্যে কৃত্রিম লেক এবং একেবেঁকে যাওয়া সুনসান পথসারির ক্যানবেরা অসম্ভব সুন্দর এক নির্জন শহর। শহরের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম মানুকা ওভাল। এক সঙ্গে বসে খেলা দেখতে পারেন হাজার পনের দর্শক। কাল এই স্টেডিয়াম রূপ নিয়েছিল জনসমুদ্রে! মানুকা ওভাল লাল-সবুজ পতাকায় আচ্ছাদিত হয়ে রূপ নিয়েছিল এক খণ্ড বাংলাদেশে! স্টেডিয়ামের যে দিকে চোখ যায়, শুধু লাল-সবুজ পতাকা আর পতাকা। বাতাস কাটিয়ে মাথা উঁচু করে পতাকা উড়ছে পতপত করে। উপস্থিত সবার গায়ে বাংলাদেশের জার্সি। হাজার হাজার বাংলাদেশি এত দূরের ক্যানবেরায় হাজির হলো কোন জাদু বলে? এদের অধিকাংশই অস্ট্রেলিয়ায় বসবাসকারী। আফগানিস্তানের বিপক্ষে প্রিয় দলকে সমর্থন জোগাতে কাল সবাই হাজির হন স্টেডিয়ামে। জাতীয় সংগীতের সঙ্গে সবাই গেয়েছেন 'আমার সোনার বাংলা...।' অভুতপূর্ব দৃশ্য তখন স্টেডিয়ামের গ্যালারিতে। লাল-সবুজ পতাকা উড়ছে আর সবাই ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন। অসাধারণ মুহূর্ত। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাই যখন গান গাইছিল, তখন মাঠে উপস্থিত গুটি কয়েক অস্ট্রেলিয়ান বিস্মিত নয়নে তাকিয়েছিলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না, বাংলাদেশের মানুষ এত ভালোবাসে দেশকে। বাইরে আসলে নাকি দেশের কথা ভুলে যায় বাঙালি। ভুল, সম্পূর্ণ ভুল কথা। উল্টো দেশের কথা আরও বেশি মনে হয়। আরও বেশি দেশপ্রেমিক হওয়া যায়। নিউ সাউথ ওয়েলসের কান্ট্রি সাইড নগরী হারডনের নাগরিক নাদিম রেজা বলেন, 'ভাই ১১ বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছি। এখানকার পাসপোর্ট আমার। তারপরও দেশের কথা মনে হয় সব সময়। বাংলাদেশের খেলা দেখব বলে অফিস থেকে ছুটি নিয়েছি। ক্রিকেটারদের সাপোর্ট দিতে হবে। এটা আমাদের কর্তব্য। আমরা তাই ছুটে এসেছি মাঠে। দেখুন সবাই কেমন প্রাণ উজাড় করে বলছে বাংলাদেশ, বাংলাদেশ।' নাদিমের মতো উপস্থিত সবার একই কথা, 'বাংলাদেশ'। বাংলাদেশকে জিততেই হবে। স্টেডিয়ামের হাজারও বাংলাদেশিকে আরও বেশি বাংলাদেশি করে ছাড়ে স্বাধীনতার গান 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' কিংবা 'জয় বাংলা, বাংলার জয়'- গান পরিবেশনে। স্বাধীনতার এসব গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মানুকা ওভালকে সবাই বানিয়ে ফেলেছিলেন এক টুকরো বাংলাদেশ।
শিরোনাম
- পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন
- বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া : আমীর খসরু
এ যেন একখণ্ড বাংলাদেশ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর