আফগানিস্তানকে ১০৫ রানে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও সাকিব-মুশফিকের অনবদ্য ইনিংসে বিপদসীমা পাড়ি দিয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে কিছুটা ভুলভ্রান্তি থাকলেও বোলিংয়ে মাশরাফিরা ছিলেন দুর্দান্ত। আফগান ইনিংসের শুরুতেই দুর্দান্ত আঘাত হানেন মাশরাফি এবং রুবেল। ম্যাচ শেষে মাশরাফি দখল করেন তিন উইকেট। দুই উইকেট শিকার করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল ম্যাচ জয়ের উচ্ছ্বাস নিয়ে সংবাদ সম্মেলনে এসে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জয়ের এই ধারা ধরে রাখার ঘোষণা দেন। তিনি বলেন, 'আমরা যদি ঠিক জায়গায় বল করতে পারি তবে যে কোনো দলের বিপক্ষেই ভালো করা সম্ভব।' তিনি আফগানিস্তানের বিপক্ষে জয়টাকে আগামী ম্যাচগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন। বাংলাদেশ ২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের এক নম্বর ফেবারিট দলের মুখোমুখি হলেও আত্মবিশ্বাসী হিসেবেই মাঠে নামবেন মাশরাফিরা। বাংলাদেশকে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হতে হবে। স্কটল্যান্ডও আছে এ গ্রুপে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে স্কটল্যান্ডসহ ফেবারিটদের বিপক্ষেও জয় পেতে হবে বাংলাদেশকে।