জয় বাংলা!
হঠাৎ করে কোরাস 'জয় বাংলা', 'জয় বাংলা'। ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন উপস্থিত ক্রিকেটপ্রেমীরা প্রিয় দলকে সমর্থন জোগাতে উচ্চৈঃস্বরে স্ল্লোগান তোলেন 'জয় বাংলা'। হাজার মাইল দূরে শান্ত স্নিগ্ধ ক্যানবেরায় জয় বাংলা স্লোগান বিস্মিত করে ম্যাচ কাভার করতে আসা ৩০ বাংলাদেশি সাংবাদিককে।
স্বাধীন বাংলার গান
ম্যাচের আগের দিন বুঝা গিয়েছিল কণ্ঠ সংগীতের জাতীয় সংগীত বাজানো হবে। কাল ম্যাচের আগে বাজানো হয় জাতীয় সংগীত। জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান খেলা দেখতে আসা হাজার ১২ বাঙালি। কিন্তু সবাইকে অবাক হন, যখন উচ্চৈঃস্বরে বাজানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কয়েকটি গান। বাজানো হয় জনপ্রিয় 'জয় বাংলা, বাংলার জয়' এবং 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল'।
মাঠে বিসিবি সভাপতি
বাংলাদেশের খেলা দেখতে গতকাল মাঠে উপস্থিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয়, ডা. ইসমাইল হায়দার মল্লিক, আহম্মেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুসসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি, আহসানউল্লাহ হাসান।