উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার শেষ ষোল’র প্রথম লেগে জার্মানীর শালকে জিরো ফোরকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোরা। আর এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের চলতি আসরে টানা ১০ জয় পেয়েছে আনচেলত্তির দল।
এদিন, শালকের মাঠে প্রথমার্ধের ২৬ মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ড্যানিয়েল কারভাজলের ক্রস থেকে দারুণভাবে মাথার স্পর্শে জালে বল জড়ান গত চার ম্যাচে গোল না পাওয়া ফিফা ব্যালন ডি’ওর জয়ী রোনালদো।
পর্তুগিজ অধিনায়ক শুধু গোলই করেননি সতীর্থদের গোলের যোগানও দিয়েছেন এই ফরোয়ার্ড। ৭৯ মিনিটে তার বানিয়ে দেওয়া বল থেকে গোল করেছেন মার্সেলো। বাকি সময়ে কোনো দল আর গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এদিকে প্রতিযোগিতার আরেক ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে বাসেল ও পোর্তোর মধ্যকার ম্যাচটি। বাসেলের পক্ষে গোল করেছেন গঞ্জালেস। আর পোর্তোর হয়ে গোলটি শোধ করেছেন ড্যানিয়েলো।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব