আফগানিস্তান ম্যাচের দিনই আবহাওয়া জানিয়েছিল, কুইন্সল্যান্ডে আঘাত হানবে ঘূর্ণিঝড়। এতে করে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বাতিল হতেও পারে! তবে আইসিসি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানায়নি। আইসিসি না জানালেও কাল সারা দিন ব্রিসবেনের আকাশ কেঁদেছে, কখনো থেমে থেমে, কখনো বা অবিরলভাবে। খেলা না হওয়ার শঙ্কাকে আরও ঘনীভূত করেছে কালকের মেঘ।
ভারত মহাসাগরে জন্ম নেওয়া ‘মার্সিয়া’ ঘূর্ণিঝড়টি কাল সন্ধ্যায় আঘাত হানার কথা কুইন্সল্যান্ডের উপকূলে। ভারত মহাসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড়টি আঘাত কতটা মারাত্মক হতে পারে, সেটা এখনই বলা না গেলেও মাচের ভবিষ্যৎ ঝুলে গেছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার বা প্রাদেশিক প্রধান কাল রেডিও ও টিভিতে জনগণকে সতর্ক থাকতে বলেছেন। বলেছেন, বিনা প্রয়োজনে যেন ঘরের বাইরে বের না হন। এতেই বুঝা যাচ্ছে, মার্সিয়া কতটা শক্তিশালী।
বিশ্বকাপ শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে গুঁড়িয়ে শুভ সূচনা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আফগানিস্তানকে হারিয়েও শুভ সূচনা করেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জীবনবাজির। যদিও আফগানিস্তান ছিল শক্তির বিচারে পিছিয়ে থাকা একটি দল। কিন্তু গত বছর এশিয়া কাপে বাংলাদেশের মাটিতে মাশরাফিদের হারিয়ে মানসিকভাবে কোণঠাসা করে রেখেছিল। এছাড়া বিশ্বকাপের ইতিহাসও ছিল বিপরীতমুখী। ১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো বিশ্বকাপে নিজেদের সূচনা ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা। এশিয়া কাপ ও ইতিহাস সবমিলিয়ে আন্ডারডগ হয়েই নেমেছিল মাশরাফিবাহিনী। কিন্তু ম্যাচে মাশরাফিরা ছিলেন দুর্দমনীয়। শুরুতে ব্যাটিংয়ে কিছুটা হতাশা থাকলেও দিনের বাকি সময় ছিল দুর্বার। ১০ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তোলার পরও ২৬৭ রান করেছিল বাংলাদেশ। আফগানিস্তানকে গুঁড়িয়ে দেয় ১৬২ রানে। ব্যাটিংয়ে সাকিব ও মুশফিকুর রহিম এবং বোলিংয়ে অপ্রতিরোধ্য ছিলেন মাশরাফি।
সহজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মাশরাফিবাহিনী কাল ব্রিসবেনে পৌঁছে বৃষ্টির আতিথিয়েতা পায়। ঘূর্ণিঝড় মার্সিয়া এতটাই মারাত্মক রূপ ধারণ করেছে যে, গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ দল ব্রিসবেনে অনুশীলন করতে পারবে কি না পরিষ্কার নয়। পরিষ্কার না হলেও আজ স্থানীয় সময় সকাল ১০ টায় অনুশীলন করবেন মাশরাফিরা। দুপুর একটায় মিডিয়ার মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলবেন টাইগার অধিনায়ক।
ক্যানবেরায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে ছিল লাল-সবুজের আধিপত্য। খেলা মিরপুরে নাকি অস্ট্রেলিয়ায়- তা বোঝার উপায় ছিল না। তবে ব্রিসবেনে স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচে সে চিত্র যে দেখা যাবে না, তা সহজেই অনুমেয়।
শিরোনাম
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
ব্রিসবেনে ম্যাচ নিয়ে শঙ্কা
আসিফ ইকবাল ব্রিসবেন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর