আফগানিস্তান ম্যাচের দিনই আবহাওয়া জানিয়েছিল, কুইন্সল্যান্ডে আঘাত হানবে ঘূর্ণিঝড়। এতে করে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি বাতিল হতেও পারে! তবে আইসিসি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানায়নি। আইসিসি না জানালেও কাল সারা দিন ব্রিসবেনের আকাশ কেঁদেছে, কখনো থেমে থেমে, কখনো বা অবিরলভাবে। খেলা না হওয়ার শঙ্কাকে আরও ঘনীভূত করেছে কালকের মেঘ।
ভারত মহাসাগরে জন্ম নেওয়া ‘মার্সিয়া’ ঘূর্ণিঝড়টি কাল সন্ধ্যায় আঘাত হানার কথা কুইন্সল্যান্ডের উপকূলে। ভারত মহাসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড়টি আঘাত কতটা মারাত্মক হতে পারে, সেটা এখনই বলা না গেলেও মাচের ভবিষ্যৎ ঝুলে গেছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার বা প্রাদেশিক প্রধান কাল রেডিও ও টিভিতে জনগণকে সতর্ক থাকতে বলেছেন। বলেছেন, বিনা প্রয়োজনে যেন ঘরের বাইরে বের না হন। এতেই বুঝা যাচ্ছে, মার্সিয়া কতটা শক্তিশালী।
বিশ্বকাপ শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে গুঁড়িয়ে শুভ সূচনা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আফগানিস্তানকে হারিয়েও শুভ সূচনা করেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জীবনবাজির। যদিও আফগানিস্তান ছিল শক্তির বিচারে পিছিয়ে থাকা একটি দল। কিন্তু গত বছর এশিয়া কাপে বাংলাদেশের মাটিতে মাশরাফিদের হারিয়ে মানসিকভাবে কোণঠাসা করে রেখেছিল। এছাড়া বিশ্বকাপের ইতিহাসও ছিল বিপরীতমুখী। ১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো বিশ্বকাপে নিজেদের সূচনা ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা। এশিয়া কাপ ও ইতিহাস সবমিলিয়ে আন্ডারডগ হয়েই নেমেছিল মাশরাফিবাহিনী। কিন্তু ম্যাচে মাশরাফিরা ছিলেন দুর্দমনীয়। শুরুতে ব্যাটিংয়ে কিছুটা হতাশা থাকলেও দিনের বাকি সময় ছিল দুর্বার। ১০ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তোলার পরও ২৬৭ রান করেছিল বাংলাদেশ। আফগানিস্তানকে গুঁড়িয়ে দেয় ১৬২ রানে। ব্যাটিংয়ে সাকিব ও মুশফিকুর রহিম এবং বোলিংয়ে অপ্রতিরোধ্য ছিলেন মাশরাফি।
সহজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মাশরাফিবাহিনী কাল ব্রিসবেনে পৌঁছে বৃষ্টির আতিথিয়েতা পায়। ঘূর্ণিঝড় মার্সিয়া এতটাই মারাত্মক রূপ ধারণ করেছে যে, গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ দল ব্রিসবেনে অনুশীলন করতে পারবে কি না পরিষ্কার নয়। পরিষ্কার না হলেও আজ স্থানীয় সময় সকাল ১০ টায় অনুশীলন করবেন মাশরাফিরা। দুপুর একটায় মিডিয়ার মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলবেন টাইগার অধিনায়ক।
ক্যানবেরায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে ছিল লাল-সবুজের আধিপত্য। খেলা মিরপুরে নাকি অস্ট্রেলিয়ায়- তা বোঝার উপায় ছিল না। তবে ব্রিসবেনে স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচে সে চিত্র যে দেখা যাবে না, তা সহজেই অনুমেয়।
শিরোনাম
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন
- বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া : আমীর খসরু
- নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ব্রিসবেনে ম্যাচ নিয়ে শঙ্কা
আসিফ ইকবাল ব্রিসবেন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর