নতুন রূপে শেখ রাসেল ক্রীড়া চক্রের যাত্রা শুরু হলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ফেডারেশন কাপের মধ্য দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করল দলটি। প্রতিপক্ষ দুর্বল দল উত্তর বারিধারা হওয়াতে শেখ রাসেল যে জয় নিয়ে মাঠ ছাড়বে এ নিয়ে কারও সন্দেহ ছিল না। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৫-০ গোলে জয় নিয়ে মৌসুম শুরু করেছে তারা। আর এ জয়ই শেখ রাসেলকে তুলে দিয়েছে কোয়ার্টার ফাইনালে। কেননা উত্তর বারিধারা গ্রুপের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরে যায়। ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি হবে। গত ঘরোয়া মৌসুমে শেখ রাসেল কোনো ট্রফিই জিততে পারেনি। বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় পুরো ক্লাবের চেহারা পাল্টে গেছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যান হওয়ায় শেখ রাসেল তারকা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়তে সমর্থ হয়েছে। জাতীয় দলের ফুটবলার- এমিলি, জাহিদ, মিঠুন, হেমন্ত, মিশু ও গোলরক্ষক রাসেল মাহমুদ যোগ দিয়েছেন। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। চেয়ারম্যান সায়েম সোবহান কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বলেছেন, শেখ রাসেলের লক্ষ্য মৌসুমের প্রতিটি ট্রফি জয় করা। সত্যি কথা বলতে কি এই দল নিয়ে এবার প্রতিটি আসরে বিজয় নিশানা উড়ান সম্ভব। ঘরোয়া মৌসুমে মাঠে নামার আগে চলতি মাসে তাজিকিস্তানে এএফসি বাছাই পর্ব খেলে আসে শেখ রাসেল। বঙ্গবন্ধু কাপে অংশ নেওয়ার কারণে দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তারপরও তাজিকিস্তানে মুগ্ধ করার মতো পারফরম্যান্স প্রদর্শন করে। দুর্ভাগ্যক্রমে ০-১ গোলে হেরে পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি। মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ দলকে যে ভালোভাবে প্রস্তুত করেছেন তা এএফসি কাপেই প্রমাণ দিয়েছে। গতকাল উত্তর বারিধারার বিপক্ষে পূর্ণশক্তির দল না নামালেও মাঠে শেখ রাসেলের প্রাধান্য ছিল সুস্পষ্ট। আসলে শেখ রাসেলের সঙ্গে উত্তর বারিধারার শক্তির কোনো তুলনা চলে না। তারপরও ফুটবলে মাঝেমধ্যে অঘটন ঘটে যায়। না, দুর্বল প্রতিপক্ষ হলেও শেখ রাসেল শুরু থেকেই ছিল বেশ তৎপর। আগে যেভাবে খেলুক না কেন বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় শেখ রাসেলকে নিয়ে এবার ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। মৌসুমের শুরুটা কেমন হয় তা নিয়েও আগ্রহ ছিল। ৯০ মিনিটের লড়াইয়ে শেখ রাসেল পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। একচেটিয়া আক্রমণ করলেও গোল পেতে শেখ রাসেলকে অপেক্ষা করতে হয়েছে ২৩ মিনিট। নাইজেরিয়ার কিংসলে চিগুজির গোলে এগিয়ে যায় রাসেল। ২৭ ও ৩৫ মিনিটে পরপর দুটি গোল করেন দেশসেরা স্ট্রাইকার এমিলি। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ক্যামেরুনের পল এমিলি। আক্রমণের পর আক্রমণ দুর্বল বারিধারাকে মাঠে খুবই অসহায় মনে হয়েছিল। ৮৮ মিনিটে চিগুজি নিজের দ্বিতীয় দলের শেষ গোল করলে চলতি ফেডারেশনকাপে সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া