নতুন রূপে শেখ রাসেল ক্রীড়া চক্রের যাত্রা শুরু হলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ফেডারেশন কাপের মধ্য দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করল দলটি। প্রতিপক্ষ দুর্বল দল উত্তর বারিধারা হওয়াতে শেখ রাসেল যে জয় নিয়ে মাঠ ছাড়বে এ নিয়ে কারও সন্দেহ ছিল না। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৫-০ গোলে জয় নিয়ে মৌসুম শুরু করেছে তারা। আর এ জয়ই শেখ রাসেলকে তুলে দিয়েছে কোয়ার্টার ফাইনালে। কেননা উত্তর বারিধারা গ্রুপের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরে যায়। ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি হবে। গত ঘরোয়া মৌসুমে শেখ রাসেল কোনো ট্রফিই জিততে পারেনি। বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় পুরো ক্লাবের চেহারা পাল্টে গেছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যান হওয়ায় শেখ রাসেল তারকা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়তে সমর্থ হয়েছে। জাতীয় দলের ফুটবলার- এমিলি, জাহিদ, মিঠুন, হেমন্ত, মিশু ও গোলরক্ষক রাসেল মাহমুদ যোগ দিয়েছেন। বিদেশি কালেকশনও চোখে পড়ার মতো। চেয়ারম্যান সায়েম সোবহান কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বলেছেন, শেখ রাসেলের লক্ষ্য মৌসুমের প্রতিটি ট্রফি জয় করা। সত্যি কথা বলতে কি এই দল নিয়ে এবার প্রতিটি আসরে বিজয় নিশানা উড়ান সম্ভব। ঘরোয়া মৌসুমে মাঠে নামার আগে চলতি মাসে তাজিকিস্তানে এএফসি বাছাই পর্ব খেলে আসে শেখ রাসেল। বঙ্গবন্ধু কাপে অংশ নেওয়ার কারণে দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তারপরও তাজিকিস্তানে মুগ্ধ করার মতো পারফরম্যান্স প্রদর্শন করে। দুর্ভাগ্যক্রমে ০-১ গোলে হেরে পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি। মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ দলকে যে ভালোভাবে প্রস্তুত করেছেন তা এএফসি কাপেই প্রমাণ দিয়েছে। গতকাল উত্তর বারিধারার বিপক্ষে পূর্ণশক্তির দল না নামালেও মাঠে শেখ রাসেলের প্রাধান্য ছিল সুস্পষ্ট। আসলে শেখ রাসেলের সঙ্গে উত্তর বারিধারার শক্তির কোনো তুলনা চলে না। তারপরও ফুটবলে মাঝেমধ্যে অঘটন ঘটে যায়। না, দুর্বল প্রতিপক্ষ হলেও শেখ রাসেল শুরু থেকেই ছিল বেশ তৎপর। আগে যেভাবে খেলুক না কেন বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় শেখ রাসেলকে নিয়ে এবার ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। মৌসুমের শুরুটা কেমন হয় তা নিয়েও আগ্রহ ছিল। ৯০ মিনিটের লড়াইয়ে শেখ রাসেল পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। একচেটিয়া আক্রমণ করলেও গোল পেতে শেখ রাসেলকে অপেক্ষা করতে হয়েছে ২৩ মিনিট। নাইজেরিয়ার কিংসলে চিগুজির গোলে এগিয়ে যায় রাসেল। ২৭ ও ৩৫ মিনিটে পরপর দুটি গোল করেন দেশসেরা স্ট্রাইকার এমিলি। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ক্যামেরুনের পল এমিলি। আক্রমণের পর আক্রমণ দুর্বল বারিধারাকে মাঠে খুবই অসহায় মনে হয়েছিল। ৮৮ মিনিটে চিগুজি নিজের দ্বিতীয় দলের শেষ গোল করলে চলতি ফেডারেশনকাপে সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
শিরোনাম
- অবশেষে অধ্যক্ষ শাহাব উদ্দিন বরখাস্ত
- মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন