অতিরিক্ত চাপে থাকায় বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখনো চলছে, মর্যাদার লড়াই বলে এমনটি হয়ে থাকে। যাক প্রথম ম্যাচে যা ঘটেছে তাতো আর পরিবর্তন করা যাবে না। এখন পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থাকাতে অনেকে নিশ্চিত হয়ে বসে আছেন 'বি' গ্রুপ থেকে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল খেলবে। সত্যি বলতে কি এই হিসাব আমারও ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ড যেভাবে জয় পেয়েছে তাতে আমি বিস্মিত। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে পাকিস্তানেরও একই অবস্থা। আগামীকাল ক্রাইস্ট চার্চে দু'দল মুখোমুখি হবে। আমি বলব কোয়ার্টার ফাইনালে যেতে দু'দলের কাছে এ ম্যাচের গুরুত্ব অনেক। পাকিস্তানকে এ ম্যাচ জিততেই হবে। কারণ টানা দুই ম্যাচ হারলে বাদ পড়ার শঙ্কা থাকবে। কারো কারোর ধারণা ম্যাচ জিতে যাবে পাকিস্তান। কিন্তু কিভাবে কারণ ওরা আয়ারল্যান্ডের কাছে হেরেছে বলে। না, আমি বলব এই হার গেইলদের আরও হিংস্র করে তুলবে। সুতরাং মিসবাহদের জানবাজি দিয়ে লড়তে হবে।