ক্যানবেরা থেকে খুশির বারতা নিয়ে হাসি মুখেই ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা দেন মাশরাফিরা। দুরত্ব সাড়ে নয়শ কিলোমিটার। আফগানদের বিরুদ্ধে অমন লড়াকু এক জয় নিশ্চয়ই ক্লান্তিকে ঘেঁষতে দেয়নি। সত্যিই কী তাই! নাকি ঘটনা উল্টো। ব্রিসবেনের পথে বিমানে ওঠার পরই পঙ্গু হয়ে গিয়েছিল টাইগারদের মুখচ্ছবি। এমন হওয়ার যথেষ্ট কারণও আছে। কেননা প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন আর স্বস্তি থাকে কোথায়! তারপর খেলতে হবে গাব্বার মতো দ্রুতগতির বাউন্সি উইকেটে।
ব্রিসবেন ও পার্থ হচ্ছে পেসারদের স্বর্গরাজ্য। এমন উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই জমিয়ে তোলাটা চাট্টিখানি কথা নয়। যদিও বাংলাদেশের সমর্থকরা আফগান বধের পর ক্রিকেটের ‘অনিশ্চয়তা’ তত্ত্বকে সঙ্গী করে জয়ের ভাবনায় ডুবে আছেন। বলতে গেলে সবাই, কার্ডিফের সেই ১০ বছর আগের স্মৃতি রোমন্থনে ব্যস্ত! বাস্তবতার ধারে কাছেও যেতে ইচ্ছে করছে না। ভাবনা একটাই, কাল গাব্বা হয়ে যাবে ‘সোফিয়া গার্ডেন’। সেটা কী সম্ভব! এই অস্ট্রেলিয়া বিস্ফোরক এক দল। কয়েক দিন আগে যারা ভারত এবং ইংল্যান্ডের মতো দলকে বার বার হেনস্থা করেছে। এমন দলের বিরুদ্ধে খেলার সাহস দেখানোই তো বড় প্রাপ্তি! কার্ডিফের ওই জয়টা ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বলার মতো কোনো পারফরম্যান্স নেই । ১৯৯০ সাল থেকে ২০১১ পর্যন্ত মোট ১৯টি ওয়ানডে খেলেছে দুই দল। কার্ডিফের ঘটনাটা বাদ দিলে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঢাকায় খেলা সবশেষ তিন ম্যাচে মাশরাফিদের হারের ব্যবধান ৬০ রান, ৯ উইকেট ও ৬৬ রানে। তাই হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের চিন্তা মাশরাফি মনে আনবেন না। তার চেয়ে বরং সম্মানজনক হারের কথা চিন্তা করে খেলতে নামলে চাপও কম থাকবে, ভালো করা সম্ভব হবে। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে অবস্থা হয়েছিল, তেমন ঘটনা না ঘটুক। ৫৮ ও ৭৮ রানের লজ্জা দুটি না থাকলে সেবার দ্বিতীয় রাউন্ডে উঠে যেত বাংলাদেশ। টাইগারদের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংলিশরা। তবে আফগানদের বিরুদ্ধে জয়ে এবারও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ সামনে এসেছে। এখন স্কটল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ড কিংবা শ্রীলঙ্কাকে টার্গেট করা উচিত। তিন জয়ের পাশাপাশি বাকি তিন ম্যাচে সম্মানজনক হার থাকলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখাটা বিলাসিতার পর্যায়ে পড়ে। তবে শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডকে বাংলাদেশ হারাতেই পারে। লঙ্কানদের নাড়ি নক্ষত্র আমাদের জানা। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা হবে কোলাহলের শহর সিডনিতে। সেখানকার উইকেটের সঙ্গে উপমহাদেশের উইকেটের অনেক মিল। যেমন স্পিন কাজ করে তেমনি রানে ভরপুর। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল যতই খারাপ হোক না কেন তা নিয়ে হতাশার কিছু নেই। আর ভালো হলে তো কথাই নেই। বাস্তবতা কঠিন হলেও কল্পনায় কে না চায়, কালকের ব্রিসবেন হয়ে যাক ১০ বছর আগের সেই কার্ডিফ।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
কার্ডিফের সেই স্মৃতি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর