চিরপ্রতিদ্বন্দ্ব্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে ভারত। গ্রুপ পর্বের পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ধোনি-কোহলিরা। এ ম্যাচে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। টেন্ডুলকার বলেন, 'প্রোটিয়াদের ফিল্ডিং খুবই ভয়ঙ্কর। তাদের বিপক্ষে সিঙ্গেল রান নেওয়া খুবই বিপজ্জনক। তাই ভারতের ব্যাটসম্যানদের ফিল্ডারদের অবস্থান বুঝে রান নিতে হবে। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা ফেবারিট দল। বিশেষ করে তাদের ফিল্ডিংটা বিশ্বমানের।' ভারতের ব্যাটিং প্রসঙ্গে শচীন বলেন, 'ওপেনিং পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। শুরুতে ভালো সংগ্রহের ভিত গড়তে পারলে ম্যাচে এগিয়ে যাওয়া যাবে। প্রোটিয়া দলেও বেশ কয়েকজন বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে।