একসময় মোহামেডান-আবাহনীর পরে তৃতীয় শক্তির নাম ছিল ব্রাদার্স ইউনিয়ন। বেশ কিছু সমৃদ্ধ ইতিহাসও আছে দলটির। কিন্তু গত কয়েক বছরে মাঠ ও মাঠের বাইরে খুবই নিষ্প্রাণ দলটি। শুক্রবার তারা মোহামেডানের বিপক্ষে মাঠে নামে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
ফলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো মোহামেডান আর রানার্সআপ হলো ব্রাদার্স।
রানার্সআপ হতে ব্রাদার্সের প্রয়োজন ছিল ড্রয়ের। অথচ ম্যাচে তারাই প্রথম গোল করে এগিয়ে ছিল। প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্রাদার্সের হয়ে গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। এর কিছু পরেই সমতায় ফেরে মোহামেডান। ৬৫ মিনিটে গোল করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জকে। পক্ষান্তরে ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছিল রহমতগঞ্জের সঙ্গে। ফলে দুই দলেরই ঠাঁই হয় শেষ আটে।
কোয়ার্টার ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে ফেনী সকার।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ