গতকাল সকালে ঘূর্ণিঝড় 'মার্সিয়া'র আঘাতে যখন অস্ট্রেলীয় উপকূল বিপর্যস্ত, তখন নিউজিল্যান্ডে আঘাত হানে 'সাউদি' নামে এক সাইক্লোন। তবে এই সাইক্লোনের প্রভাবে বিপর্যস্ত নয়, উল্টো আনন্দাল্লাসে ভেসেছে গোটা নিউজিল্যান্ড। কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইংলিশ ক্রিকেট দল। অবশ্য 'সাউদি' সাইক্লোনের পর 'ম্যাককালাম' ঝড়ে মরগানরা রীতিমতো মাটির সঙ্গে মিশে যায় কাল ওয়েলিংটনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কাল ফেভারিট ছিল নিউজিল্যান্ডই। তাই বলে মরগানদের নিয়ে এভাবে সাউদি-ম্যাককালামরা ছেলেখেলা করবে তা কেউ ভাবতেও পারেনি। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১২৩ রানেই প্যাকেট! মাত্র ৩৩ রানেই ৭ উইকেট নেন সাউদি। কিউইদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডের সেরা বোলিং তো বটেই বিশ্বকাপের ইতিহাসেই এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। তাছাড়া এর আগে সাত উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে কেবল গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডু বিকেল ও উনস্টন ডেভিসের।
ইংলিশ ছোট্ট ইনিংসটাকে আরও ছোট বানিয়ে দেন ম্যাককালাম ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে। মাত্র ২৫ বলে কিউই অধিনায়ক খেলেন ৭৭ রানের অসাধারণ এক ইনিংস। ৮টি ছক্কার সঙ্গে ২৫টি বাউন্ডারি। মাত্র ১৮ বলেই হাফ সেঞ্চুরি করেন ম্যাককালাম। বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড এটি (ওয়ানডেতে তৃতীয়)। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে মাত্র ১২.২ ওভারেই জিতে যায় নিউজিল্যান্ড। কিউইদের টানা তৃতীয় জয় এটি। আর ইংল্যান্ডের দ্বিতীয় হার।