সকাল থেকেই অঝরে কেঁদেছে ব্রিসবেনের আকাশ। মুষলধারায় ঝরেছে বলেই নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর হোটেল থেকে মাঠে আসেন মাশরাফিরা। ওলন গাব্বায় এসেই বৃষ্টি মাথায় ঢুকে পড়েন মাঠে। উইকেট ও মাঠের অবস্থা দেখার পর অনেকটাই নিশ্চিত হন বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচের ভবিষ্যৎ সম্পর্কে। খেলা না হওয়ার সম্ভাবনা জেগে ওঠায় ক্রিকেটাররা মাঠে আসা শ দুয়েক বাঙালির আবদার মেটান ছবি তুলে, গল্প করে। খেলা পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই প্রাপ্তিতেও মন ভরেনি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। পয়েন্টপ্রাপ্তির চেয়ে খেলতে পারলেই খুশি হতেন বেশি, জানাতে ভুল করেননি।
ক্যানবেরায় আফগানিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাশরাফি বাহিনী উড়ে আসে ব্রিসবেনে। ব্রিসবেনে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ। তাই এখানকার হার্ড ও বাউন্সি উইকেটে খেলার জন্য প্রস্তুত ছিলেন মাশরাফিরা। কিন্তু খেলতে না পারায় হতাশা ঝরেছে টাইগার অধিনায়কের কণ্ঠে, ‘ম্যাচের রেজাল্ট কী হতো, জানি না। পয়েন্টপ্রাপ্তিতে আমাদের লাভ হয়েছে ঠিকই। কিন্তু সত্যি বলছি, আমরা খেলতে চেয়েছিলাম। ব্রিসবেনের বাউন্সি উইকেটে মিচেল স্টার্ক, মিচেল জনসনদের মতো দুর্ধর্ষ বোলারদের বিপক্ষে খেলার যে অভিজ্ঞতা পেতাম, তা বিশ্বকাপে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ম্যাচে কাজে লাগত। এ অভিজ্ঞতা না পাওয়ায় আমি হতাশ।’ কুইক পেস অ্যাটাকের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না পেলেও পয়েন্টপ্রাপ্তিতে খুশি টাইগার অধিনায়ক, ‘ম্যাচটি খেলতে পারলে আমাদের উপকার হতো। তার মানে এই নয় যে, পয়েন্টপ্রাপ্তিতে আমরা খুশি নই। আমরা খুশি। পয়েন্ট সবসময়ই আত্মবিশ্বাস জোগায়।’ কাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলার পথ অনেকটাই উন্মুক্ত হয়েছে গ্রুপের দলগুলোর জন্য। বাংলাদেশের জন্যও ভালো হয়েছে। ১ পয়েন্ট প্রাপ্তিতে রাস্তা মসৃণ হয়েছে জানান টাইগার অধিনায়ক, ‘আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চাই। ১ পয়েন্ট পাওয়ায় অবশ্যই আমাদের সুবিধা হয়েছে। এ সুবিধাটুকু কাজে লাগাতে চাই।’ কোয়ার্টারে খেলতে এই ৩ পয়েন্টের সঙ্গে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এজন্য হারাতে হবে স্কটল্যান্ড ছাড়াও শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যে কোনো এক দলকে। ক্রিকেট মহাযজ্ঞে নিজেদের দুই ম্যাচে গো হারা হারায় এখন চাপে রয়েছে ইংল্যান্ড। ক্রিকেট-জনকদের হারানো সম্ভব বলে অনেকেই স্বপ্ন দেখছেন। এ ছাড়া ২০১১ সালের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। সেই অভিজ্ঞতার আলোকে ইংলিশদের হারানো সম্ভব কি না- প্রতি উত্তরে মাশরাফি বলেন, ‘আমরা এখনই ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা যখন দেশ থেকে এখানে এসেছিলাম, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ। সেই ভাবনায় এখন আমাদের সব ফোকাস শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে।’ ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিপক্ষে।
ক্যানবেরার মানুকা ওভালে মাশরাফিরা খেলেছিলেন ঘরোয়া আবহে। ক্যানবেরা, সিডনি, পার্থ, ব্রিসবেনের ১০ হাজার বাঙালি স্টেডিয়ামে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ছাড়াও অন্যান্য উদ্দীপনামূলক গান পরিবেশন করে বাংলাদেশের আবহ তৈরি করা হয়েছিল মানুকা ওভালে। কালও প্রিয় দলকে সমর্থনের জন্য টিকিট কেটেছিলেন হাজারপাঁচেক বাঙালি। কিন্তু বৃষ্টি ভেস্তে দিয়েছে সবকিছু। প্রিয় সমর্থকদের সামনে খেলতে না পারায় হতাশ টাইগার অধিনায়ক, ‘অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই এখানকার বাঙালিরা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন, যা এক কথায় অভূতপূর্ব। এমন মুহূর্ত কখনো ভোলার নয়। আমরা তাদের সমর্থনে খেলতে ভালোবাসি।’
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
তবু মন ভরেনি মাশরাফির
আসিফ ইকবাল ব্রিসবেন থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর