সকাল থেকেই অঝরে কেঁদেছে ব্রিসবেনের আকাশ। মুষলধারায় ঝরেছে বলেই নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর হোটেল থেকে মাঠে আসেন মাশরাফিরা। ওলন গাব্বায় এসেই বৃষ্টি মাথায় ঢুকে পড়েন মাঠে। উইকেট ও মাঠের অবস্থা দেখার পর অনেকটাই নিশ্চিত হন বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচের ভবিষ্যৎ সম্পর্কে। খেলা না হওয়ার সম্ভাবনা জেগে ওঠায় ক্রিকেটাররা মাঠে আসা শ দুয়েক বাঙালির আবদার মেটান ছবি তুলে, গল্প করে। খেলা পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই প্রাপ্তিতেও মন ভরেনি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। পয়েন্টপ্রাপ্তির চেয়ে খেলতে পারলেই খুশি হতেন বেশি, জানাতে ভুল করেননি।
ক্যানবেরায় আফগানিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাশরাফি বাহিনী উড়ে আসে ব্রিসবেনে। ব্রিসবেনে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ। তাই এখানকার হার্ড ও বাউন্সি উইকেটে খেলার জন্য প্রস্তুত ছিলেন মাশরাফিরা। কিন্তু খেলতে না পারায় হতাশা ঝরেছে টাইগার অধিনায়কের কণ্ঠে, ‘ম্যাচের রেজাল্ট কী হতো, জানি না। পয়েন্টপ্রাপ্তিতে আমাদের লাভ হয়েছে ঠিকই। কিন্তু সত্যি বলছি, আমরা খেলতে চেয়েছিলাম। ব্রিসবেনের বাউন্সি উইকেটে মিচেল স্টার্ক, মিচেল জনসনদের মতো দুর্ধর্ষ বোলারদের বিপক্ষে খেলার যে অভিজ্ঞতা পেতাম, তা বিশ্বকাপে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ম্যাচে কাজে লাগত। এ অভিজ্ঞতা না পাওয়ায় আমি হতাশ।’ কুইক পেস অ্যাটাকের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না পেলেও পয়েন্টপ্রাপ্তিতে খুশি টাইগার অধিনায়ক, ‘ম্যাচটি খেলতে পারলে আমাদের উপকার হতো। তার মানে এই নয় যে, পয়েন্টপ্রাপ্তিতে আমরা খুশি নই। আমরা খুশি। পয়েন্ট সবসময়ই আত্মবিশ্বাস জোগায়।’ কাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলার পথ অনেকটাই উন্মুক্ত হয়েছে গ্রুপের দলগুলোর জন্য। বাংলাদেশের জন্যও ভালো হয়েছে। ১ পয়েন্ট প্রাপ্তিতে রাস্তা মসৃণ হয়েছে জানান টাইগার অধিনায়ক, ‘আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চাই। ১ পয়েন্ট পাওয়ায় অবশ্যই আমাদের সুবিধা হয়েছে। এ সুবিধাটুকু কাজে লাগাতে চাই।’ কোয়ার্টারে খেলতে এই ৩ পয়েন্টের সঙ্গে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এজন্য হারাতে হবে স্কটল্যান্ড ছাড়াও শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যে কোনো এক দলকে। ক্রিকেট মহাযজ্ঞে নিজেদের দুই ম্যাচে গো হারা হারায় এখন চাপে রয়েছে ইংল্যান্ড। ক্রিকেট-জনকদের হারানো সম্ভব বলে অনেকেই স্বপ্ন দেখছেন। এ ছাড়া ২০১১ সালের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। সেই অভিজ্ঞতার আলোকে ইংলিশদের হারানো সম্ভব কি না- প্রতি উত্তরে মাশরাফি বলেন, ‘আমরা এখনই ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা যখন দেশ থেকে এখানে এসেছিলাম, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ। সেই ভাবনায় এখন আমাদের সব ফোকাস শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে।’ ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিপক্ষে।
ক্যানবেরার মানুকা ওভালে মাশরাফিরা খেলেছিলেন ঘরোয়া আবহে। ক্যানবেরা, সিডনি, পার্থ, ব্রিসবেনের ১০ হাজার বাঙালি স্টেডিয়ামে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ছাড়াও অন্যান্য উদ্দীপনামূলক গান পরিবেশন করে বাংলাদেশের আবহ তৈরি করা হয়েছিল মানুকা ওভালে। কালও প্রিয় দলকে সমর্থনের জন্য টিকিট কেটেছিলেন হাজারপাঁচেক বাঙালি। কিন্তু বৃষ্টি ভেস্তে দিয়েছে সবকিছু। প্রিয় সমর্থকদের সামনে খেলতে না পারায় হতাশ টাইগার অধিনায়ক, ‘অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই এখানকার বাঙালিরা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন, যা এক কথায় অভূতপূর্ব। এমন মুহূর্ত কখনো ভোলার নয়। আমরা তাদের সমর্থনে খেলতে ভালোবাসি।’
শিরোনাম
- অবশেষে অধ্যক্ষ শাহাব উদ্দিন বরখাস্ত
- মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন
তবু মন ভরেনি মাশরাফির
আসিফ ইকবাল ব্রিসবেন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর