এক রানে চার উইকেট নাকি চার রানে এক উইকেট -ব্যাটিংয়ের শুরুতে পাকিস্তানের স্কোর কার্ড দেখে হয়তো দিধা-দ্বন্দ্বে ভুগেছেন অনেকেই। সেটাই স্বাভাবিক। এক রানে কখনো উইকেটের পতন ঘটে? ঘটে...দলটা যদি হয় পাকিস্তান। 'আনপ্রেডিকটেবল' নামটা যাদের খেতাব! ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১১ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে কাল এক রানে চার উইকেট হারিয়েছিল মিসবাহর দল। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে ৯২-র চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে লজ্জার রেকর্ড এটি। আর ক্যারিবীয়দের সবচেয়ে বড় জয়।
পাকিস্তানের তিন ব্যাটসম্যান শোয়েব মাকসুদ, উমর আকমল ও শহীদ আফ্রিদি ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। মাকসুদ ৬৬ বলে ৫০, আকমল ৭১ বলে ৫১, এছাড়া শহীদ আফ্রিদি করেছেন ২৮ রান। মাত্র দুই রানের জন্য ৮ হাজার রান পূরণ হয়নি বুম বুমের। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই প্রথম দুই ম্যাচে হেরে গেল পাকিস্তান।
টানা দুই ম্যাচে বড় হারের জন্য ক্ষেপে গেছেন পাকিস্তানের সমর্থকরা। তারা গতকাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাহোরের রাস্তায় নেমে অধিনায়ক মিসবাহ-উল-হকের কুশপুত্তলিকা দাহ করেছেন।