ফুটবল মৌসুমের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর বারিধারাকে। এ জয়ে শেখ রাসেল পৌঁছে গেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২নং গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধার বিপক্ষে। এটা গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে আজকের ম্যাচ ড্র করলেই শেখ রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হবে যাবে। তবে ড্র নয়, শেখ রাসেলের লক্ষ্য জয়। তারকা ফুটবলারদের নিয়ে শেখ রাসেল শক্তিশালী দল গড়েছে। সেই তুলনায় মুক্তিযোদ্ধাকে দুর্বলই বলা যায়। মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ অবশ্য প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না। বলেন, ওরাও প্রথম ম্যাচ সহজভাবে জিতেছে। সুতরাং তাদের গুরুত্ব দিয়েই মাঠে নামতে হবে। ছেলেরা প্রথম ম্যাচে ভালো খেলে বড় জয় পেয়েছে। মুক্তিযোদ্ধাকেও ভালোভাবে হারানো সম্ভব। আজ সন্ধ্যায় আরেক ম্যাচে ৩ নম্বর গ্রুপে ঢাকা আবাহনী লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শেখ রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হলে ৩নং গ্রুপের রানার্স-আপের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে। হারলে আবার দেখা হবে ৩নং গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে। ফেডারেশন কাপে প্রথম ম্যাচে সহজভাবে জেতাতে শেখ রাসেলের চেয়ারম্যান বসন্ধুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ফুটবলারদের ৫ লাখ টাকা বোনাস দিয়েছেন। এতে পুরো দলই উজ্জীবিত।