মেসি-রোনাল্ডো দ্বৈরথ নতুন কিছু নয়৷ বর্তমান ফুটবল বিশ্বের এই দুই মহারথীর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়৷ বিশ্ব ফুটবলের সমস্ত আবেগ মেসি-রোনাল্ডোর কক্ষপথেই কার্যত ঘুরপাক খায়৷ একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নেশায় বুঁদ এই দুই ফুটবল মেগাস্টার৷ রেকর্ড ভাঙা গড়ার খেলা এদের কাছে একপ্রকার জল-ভাত৷ রবিবার ন্যু-ক্যাম্প অবশ্য মেসি ভক্তদেরই আনন্দ বয়ে এনেছে৷ হতাশ করছে সি-আর সেভেন ফ্যানদের৷ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলা লিওনেল মেসি আরেকটি ইতিহাস গড়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড নিজের দখলে নিয়ে এলেন এই বার্সা তারকা।
ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ফের হ্যাটট্রিক করেন মেসি। লা লিগায় বার্সেলোনা ফরোয়ার্ডের এটা ২৪তম হ্যাটট্রিক। ২৩ হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি।
গত ১৫ ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে তিন গোল করে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের দৌড়ে রোনাল্ডোকে ছুঁয়ে ছিলেন মেসি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে মেসির এটা ৩২তম হ্যাটট্রিক। স্পেনের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের সংখ্যাও এটাই।
বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ