তির তির করে কাঁপতে থাকা কাঁটাটা অবশেষে ঝুঁকে পড়ল মাশরাফিদের দিকেই। এক অসম্ভব সুন্দর বিজয় এসে পদচুম্বন করল বীরদের। মার্চ মাস এমনিতেই বাংলাদেশের জন্য প্রেরণার অফুরান উৎস। গতকাল সেই প্রেরণায় নতুনত্ব যোগ করলেন মাশরাফিরা। ক্রিকেটের কুলিং দল হিসেবে সুপরিচিত ইংল্যান্ডকে দুমড়ে-মুচড়ে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেছে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন। গর্বিত মাশরাফিরা গর্বিত করলেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে।
ম্যাচ জয়ের উচ্ছ্বাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মাশরাফি বিন মুর্তজা। তার চোখ মুখ ঠিকরে পড়ছিল এক অভাবনীয় আলো। যে আলোয় পথ দেখতে দেখতে শেষ আটে আসর গেড়ে নিয়েছে বাংলাদেশ। জয়ের আবেশ জড়ানো কণ্ঠে টাইগার দলপতি বললেন, 'আমরা গর্বিত। এ জয় কেবল ক্রিকেটারদেরই নয়। আমাদের দলের সব স্টাফদের এবং দর্শকদেরও। আমাদের এ জয় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করছি। উৎসর্গ করছি দেশবাসীকে।' তামিম ইকবাল ম্যাচের শেষ মুহূর্তে যে সহজ ক্যাচটি ফেলে দিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন দলকে তার কাফফারা আদায় করেছেন রুবেল হোসেন ঠিক পরের ওভারেই দুই উইকেট শিকার করে দলকে জয় উপহার দিয়ে। তবে তামিমের ক্যাচ মিসটাকে খুব বড় করে দেখছেন না অধিনায়ক মাশরাফি। 'তামিম খুবই ভালো ফিল্ডার। যে কারও ক্ষেত্রেই এমন ঘটনা ঘটতে পারে। তবে ম্যাচ জয়ই মূল কথা। দিন শেষে আমরাই জয়ী। এটাই সবচেয়ে বড় বিষয়।'