ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ওঠায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন টাইগাররা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক, বৃটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, মেয়র প্রার্থী সাঈদ খোকন, হাজী সাইফুদ্দিন আহম্মেদ।