'ঠোঁট কাটা' বলে পরিচিত জিওফ বয়কট। ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার যখন তখন যে কোনো ব্যাটসম্যানের সমালোচনা করে নাভিশ্বাস তুলে ছাড়তে সিদ্ধহস্ত। নিকট অতীতে বহুবার সমালোচনা করেছেন বাংলাদেশের। প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে। ২০১০ সালে ন্যাটওয়েস্ট সিরিজের সময়ও বাংলাদেশকে ছুলে দিতে চেয়েছিলেন। লর্ডস টেস্টের তৃতীয় দিন টাইগারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর দিন জবাব পেয়ে যান তামিম ইকবালের কাছে থেকে। লর্ডসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন তামিম। ম্যানচেস্টারে পরের টেস্টেও সেঞ্চুরি করেন তামিম। এরপর থেমে যায় বয়কটের কথা। কাল বাংলাদেশ ভালো খেলার পরও প্রশংসা করেননি।
দীর্ঘ পাঁচ বছর পর বয়কট আবার দেখলেন বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব।