বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ যখন বিশ্ববাসীর প্রশংসার জোয়ারে ভাসছে, তখন এমন সাফল্য যেন মেনেই নিতে পারছে না পাকিস্তানের ওপেনার নাসির জামশেদ! তার নামের এক টুইটার পেজে বাংলাদেশের স্মরণীয় এ জয়ে ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর টুইট করেন বিশ্বকাপে তিন ম্যাচে পুরোপুরি ব্যর্থ এই ওপেনার। সেখানে জামশেদ লেখেন, ‘রুবেল কর্তৃক বিধ্বস্তহলো ইংল্যান্ড। তার নামে বাংলাদেশের আদালতে ধর্ষণ মামলা রয়েছে। এই বালকটি ফুল টাইম ক্রিমিনাল, পার্ট টাইম ক্রিকেটার।’
তবে সন্দেহ হচ্ছে, একজন জনপ্রিয় ক্রিকেটার কীভাবে এসব মন্তব্য করতে পারেন? এখন সন্দেহ হচ্ছে টুইটার পেজটি সত্যি তার কি না, এ নিয়েও জোর জল্পনা-কল্পনার শুরু হয়েছে। জামশেদের ওই মন্তব্যের প্রতিক্রিয়া অনেক সমালোচনা হয়েছে টুইটারে। বাংলাদেশের গণমাধ্যমেও এ নিয়ে আলোচনাও হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব