আর্জেন্টিনার উত্তর-পশ্চিমে লা রোয়িজা প্রদেশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৩ ফরাসি ক্রীড়াবিদসহ ১০জন নিহত হয়েছেন। নিহত ওই তিন খেলোয়াড় হচ্ছেন সাঁতারু ক্যামিলি মুফাত, মুষ্টিযোদ্ধা অ্যালেক্সিস ভাসটাইন ও সেইলর ফ্লোরেন্স আর্থাউড। ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে তাদের তিন খেলোয়াড়ের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির
স্থানীয় টিভি চ্যানেল টিএফওয়ানের একটি রিয়ালিটি শো'র শুটিংয়ে অংশ নেয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়েছে। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে ১১৭০ কি.মি. দূরে ভিলা ক্যাসিলির কাছে ওই ২ হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। বিমান দুটির পাইলটও দুর্ঘটনায় মারা গেছেন। নিহত ১০ জনের মধ্যে ৮ জনই ফরাসি নাগরিক।
তবে তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে যে পাহাড়ি এলাকাটিতে শুটিং চলছিল সেখানকার আবহাওয়া বেশ ভালো ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ