টাইগারদের জার্সির সামনের অংশে 'বাংলাদেশ' লেখার ওপরে বিশাল আকারে লেখা থাকত 'সাহারা'! এটা নিয়ে সমালোচনা কম হয়নি। দেশের চেয়ে কি 'সাহারা'ই বড় -অনেক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল ক্রিকেট বোর্ডকে। উত্তরটা বিসিবি না দিলেও সবার জানাই ছিল! রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছিল ভারতীয় শীর্ষ শিল্প গ্রুপ সাহারা। ২০১২ সালে ৪ বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সাহারা। চুক্তির মেয়াদ ২০১৬ সালের জুন পর্যন্ত থাকলেও ভারতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক কি কারণে সাহারার সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হচ্ছে সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। তিনি কাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমরা অনেক চেষ্টা করেছি সাহারার সঙ্গে চুক্তি বজায় রাখতে। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত আর সম্পর্ক রাখা যায়নি। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ থেকে সাহারার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না। এখন নতুন স্পন্সর খুঁজছে বিসিবি।' তাই এখন থেকে আর টাইগারদের জার্সিতে দেখা যাবে না 'সাহারা' লেখাটি। কিছুদিন আগে সাহারা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন সাহারা গ্রুপের মালিক সুব্রত রায়। তারপর থেকেই সাহারার কর্ণধারকে একের পর এক ঝামেলায় পড়তে হচ্ছে।