বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশঙ্কা করেছিল আ হ ম মুস্তফা কামাল আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে হয়তো সম্পর্ক আর আগের মতো মধুর থাকবে না। কিন্তু শেষ আশঙ্কা মনে হয় দূর হয়ে গেল। কেননা এখন খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমহন ডালমিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বিতর্কিত শ্রীনিবাসন। দ্বন্দ্বটা 'আইপিএলের চেয়ারম্যান কে হবে' তা নিয়ে। ভারতীয় মিডিয়ার দাবি, দ্বন্দ্ব নয় এটা পৌঁছে গেছে সংঘাতের পর্যায়ে। ভারতীয় একটি পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রীনিবাসন চান তার পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান বানাতে। কিন্তু ডালমিয়া চান তার পছন্দই আগে। দুই ভারতীয় প্রভাবশালী সংগঠকের দ্বন্দ্বে লাভ কিন্তু বাংলাদেশেরই। কেননা ডালমিয়া কোনোক্রমেই চাইবেন না, শ্রীনিবাসনের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক। তাই বাংলাদেশ সফরে ভারতের আসা নিয়ে যে আশঙ্কা ছিল তা আর থাকছে না।