পাকিস্তান সিরিজের কথা চিন্তা করে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চার দল- প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ জোনের নেতৃত্ব দেওয়ার কথা মুশফিকুর রহিমের। কিন্তু নেতৃত্বে অনীহা প্রকাশ করেছেন মুশফিক। এ সম্পর্কে বিসিবির পরিচালক আকরাম বলেছেন, 'মুশফিকুর রহিম বিসিএলে অধিনায়ক থাকার বিষয়ে বিসিবি থেকে বিশ্রাম চেয়েছেন। তার দলের কোচকে বলেছেন, তিনি সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলবেন।' মুশফিকের পরিবর্তে আজ বিসিবি নর্থ জোনের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তিনি বলেন, 'যে কোনো খেলায় অধিনায়কত্ব করতে ভালোই লাগে। তবে মুশফিক অধিনায়ক না থাকলেও তার থেকে সহযোগিতা নেওয়া যাবে। বিসিএলে আমাদের দল দারুণ ভালো হয়েছে। আশা করছি ভালো কিছু করতে পারব। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।'