ইংলিশ প্রিমিয়ার লীগের এযাবতকালের গোলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে স্টোক সিটির মিডফিল্ডার চার্লি অ্যাডামের গোলটি। শুধু গোলকিপারই নন, ৬৬ গজ দূর থেকে গোল করে চেলসির মাঠে দর্শকদের অবাক করে দিয়েছেন এ মিডফিল্ডার।
চার্লির বাম পায়ের কিকের গোলটিকে প্রিমিয়ার লীগের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গোলটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ঘণ্টায় ৪৫.১ কিলোমিটার বেগে অ্যাডামের ওই গোলটির পর চেলসি গোলরক্ষক থিবত করতয়েসের অঙ্গভঙ্গি এমন, আমার কিছুই করার ছিলনা। যদিও ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে লিভারপুলের হয়ে নিউক্যাসেলের বিপক্ষে ৭০ গজ দূর থেকে গোল করেন স্পেনিশ মিডফিল্ডার জাভি অ্যালনসো। ১৯৯৬ সালে লম্বা দূরত্বে গোলের মাধ্যমে আলোচনায় এসেছিলেন ইংলিশ সাবেক তারকা খেলোয়াড় ডেভিড বেকহাম।
বিডি-প্রতিদিন/৫ এপ্রিল ২০১৫/শরীফ